
letra de ei tumi ke (এই তুমি কে) - popeye (bangladesh)
Loading...
জোছনাও লুকায় তোমার ওই চোখে
কি করে বুঝি মেঘগুলো নয় কালো
মরুতে নদীর মতো দুঃখ তোমারি
আকাশের মতো যেন সবই আমারি
তবে না,হবেনা,হবেনা তুমি এত মিছে
ঠিকি ভাবো আমায় সবকিছু শেষে
নাকি বদলে গেছে সবই তোমার কাছে
অবাক আমি শুধুই ভাবি, এই তুমি কে?
ঘুমটাকেও যেন নিয়েছ পুরো কিনে
জানোতো দেখিনা স্বপ্ন খোলা চোখে
রংধনুর রঙে সাজাও সন্ধ্যা তোমার
যেন পৃথিবীর সবই কিছু তোমার
তবে না, রবে না, রবে না তুমি এত সুখে
ঠিকি কাঁদো আমায় গোপনে ভেবে
নাকি বদলে গেছে সবই তোমার কাছে
অবাক আমি শুধুই ভাবি
এই তুমি কে?
তুমি ভাসো অথৈ সাগরে, যে সাগর আমার হৃদয়ে
তুমি দেখ খোলা আকাশে
আর আমি শুধু তোমাকে
তবে না, যেওনা, যেওনা আমাকে ছেড়ে
কত ডাকে আমায় পিছু না ফিরে
জানি বদলে গেছে সবই তোমার কাছে
অবাক আমি শুধুই ভাবি, এই তুমি কে?
letras aleatórias
- letra de be alert - teddy
- letra de e-god - aaron pl, zin6
- letra de sonnesick - bläck fööss
- letra de aura - arpino sachi
- letra de beef jerky - alphabyte & zettabyte
- letra de ain't trippin - nate moore
- letra de όταν είμαι bαρύς - zoro&buzz
- letra de hey hey i - other lives
- letra de 40 bitches - steez & sully
- letra de tick tack - rubi