letra de na bola golpo - petty never grew
Loading...
[verse 1]
রাগ চোখে, বহুল বাণীতে
এই অসময় আসে-যায় মহাযুদ্ধর আশায়
দাম দেয় না তারা, দামী নই যারা
তবু বুকে ভয় আসে-যায় কারোর অনুপ্রেরণায়
[pre-chorus]
এখনো ভেবে বলো
এই যুদ্ধের শেষ কি নেই?
[chorus]
শত্রু নই আমরা তোমার
না বলা গল্পে
শত্রু নই আমরা তোমার
না বলা গল্পে
[verse 2]
শ্বাস নিয়ে দেখো, আঁধারে থেকো না
হারিয়ে যাবে সময় হাতের মুঠো থেকে
কেউ পড়ে থাকে না, কেউ পুঁড়বেও না
শুধু ভালোবাসায় ভরে উঠবে সকল চেতনা
[pre-chorus]
এখনো ভেবে বলো
এই যুদ্ধের শেষ কি নেই?
[chorus]
শত্রু নই আমরা তোমার
না বলা গল্পে
শত্রু নই আমরা তোমার
না বলা গল্পে
শত্রু নই আমরা তোমার
না বলা গল্পে
শত্রু নই আমরা তোমার
না বলা গল্পে
[guitar solo]
না বলা গল্পে
না বলা গল্পে
না বলা গল্পে
letras aleatórias
- letra de fuego - christian diego
- letra de falling out - eliza & the delusionals
- letra de love - yulian
- letra de afrostreet - napoleon da legend
- letra de too gone to care - joy lynn white
- letra de good times are good - the busters
- letra de kein ende - bushido
- letra de chciałaś łokieto (snippet) - dawaj dawaj
- letra de mitternacht 2 - kollegah & farid bang
- letra de the scorpion - conway the machine