letra de bohudur - parijat sarkar
Loading...
কাজলের নিচে রাখা অভিমান
টিপের আড়ালে ওই কোন মুখ।
বারে বারে চিনে তবু ফেরে হায়
চোখের জলেতে রাখা সেই সুখ।
আমি বসে আঁধারের সাথে এই হায়
জোছনার সুরে বাঁধি এই সুর।
নালিশের তীরে করা আবদার
কাছে এসে চলে যায় বহুদূর।
না, না না,না না না, না না না না।
না, না , না না না , রা রা রি রে।
না না , না না না, না না না না।
হৃদয়ের ঝড়ে ভাঙে এই মন
ভূলেরা ফিরে আসে বারবার।
অভিমান করে একা থাকা বাকা চাঁদ
আবেগের জলে ভরে মুখ তার।
আমি বসে আঁধারের সাথে এই হায়
জোছনার সুরে বাঁধি এই সুর
নালিশের তীরে করা আবদার
কাছে এসে চলে যায় বহুদূর।।
না ___ না না___।।
letras aleatórias
- letra de itachi - talewayfarer
- letra de pleasure cruise - stellar circuits
- letra de motion sickness - four hundred years
- letra de watermelonwatermelon watermelon song - pritz
- letra de el fuego de un amor - los donnys de guerrero
- letra de i hate everybody - ghosty punk
- letra de refúgio - mike11
- letra de hit adm (remix) - krizbeatz
- letra de until you lose it feat maze overlay - substance810 & observe since ’98
- letra de baunssi - hena