letra de bishorjon - owned
Loading...
[verse 1]
ভেবে দেখো
এসেছো এক স্বপ্নদ্রষ্টী ভেবে
ভেবে দেখেছো কি?
স্বপ্ন না দুঃস্বপ্নে হাঁটছো?
[chorus]
হও বন্দী তুমি
সেই কামান্ধ
এই শব দেহে
অন্ধ থেকে যাও
স্বতৃপ্ত মৃত এই ভীত শবে
[verse 2]
চেয়ে দেখো
তোমার দেহ
স্বর্গে না নরকে?
রক্তের চুমু
একি আমার হিংস্র কান্না?
[pre-chorus]
সেই দিন ছিলো, এক রাত ছিলো
অসহায়-আর্তনাদ আয়োজনে
নিথর আমি
আজ ভোর এলো, তবু কালো
নেই কোনো আর্তনাদ
বিসর্জনে, নিথর তুমি
[guitar solo]
[chorus]
হও বন্দী তুমি
সেই কামান্ধ
এই শব দেহে
অন্ধ থেকে যাও
স্বতৃপ্ত মৃত এই ভীত শবে
হও বন্দী তুমি
সেই কামান্ধ
এই শব দেহে
অন্ধ থেকে যাও
স্বতৃপ্ত মৃত এই ভীত শবে
letras aleatórias
- letra de tab mikonam - ali hosseinzadeh
- letra de rockin' steady (100% deepack mix) - showtek
- letra de lento - sempibeat
- letra de always - alan williams
- letra de hunky - sml
- letra de gang i - gandy
- letra de neverend - hristina
- letra de lost - kurama sd
- letra de hiç ummazdım - aşkın nur yengi
- letra de bloki - game black