letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de moho by jon kabir & oronno sohel aungkon - oronno sohel aungkon

Loading...

মেঘের গল্প তোমার চোখে
বিন্দু হয়ে ঝরে পড়ে
তবু ওই মেঘের মোহ কাটেনা
এ কেমন বৃষ্টি?

নেই তবুও ভিজছি
পুড়ে যায় আমার পুরো শরীর
রাতের আলোয়, চাঁদের আলোয়

ঝড়ের রাত শেষেও মোহ কাটেনা
এ কেমন শূণ্যতা?
কান পেতে শুনছি আমরা
বিন্দু হয়ে ঝরে পড়ে

তবু ওই মেঘের মোহ কাটেনা
এ কেমন বৃষ্টি, এ কেমন ব্যথা?
শূন্য আকাশে চুপিসারে

তোমার নামের ঢেউটা ভাসে
নেই তবুও ভিজছি
যেন আগুন ছুঁয়ে রয়েছি।

পুড়ে যায় আমার পুরো শরীর
রাতের আলো, চাঁদের মায়া
ঝড়ের রাত পেরোলেও
মোহের গ্লানি শেষ হয় না।
এ কেমন শূন্যতা? এ কেমন ব্যাকুলতা?
তোমার ছোঁয়ার পথের খোঁজে
আমি হেঁটে যাই একা।
কান পেতে শুনছি আমরা
স্বরগুলির মেলা
মেঘের গান বলে যায়

আমাদের কাহিনী ভুলে যায় না।
বৃষ্টির বাদলে ভিজছে স্বপ্ন
মিলছে সুখ, মিলছে দুঃখ
মেঘের ছায়ায় লুকিয়ে থাকে
হারিয়ে যাওয়া কিছু মুহূর্ত।
তুমি দূরেই আছো যেন

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...