letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de astray - oolka

Loading...

কয়েক কাঠি ধোঁয়া মেখে
গাছের ছায়ায় নামলে বিকেল
ভালোবাসা ছিঁড়ে ছিঁড়ে খাবো
তোর নীল ব্যাগে স্বরলিপি
বাতিল অঙ্কে মদের ছিপি
নেশার ঘরে রাত কাটাতে যাবো

এই প্যাকেট মুড়িয়ে রাখা ফার্স্ট হ্যান্ড ভালোবাসা
দশ কিলো হেঁটে এসে বুঝি কিছু ভাসা ভাসা
শতভাগ বুঝে ওঠা হলোনা…

তোকে কষ্ট দিতে চাইনি চাইনি বলে
যা চেয়েছি তা-ই কি পাইনি
আমি সুখ গুলো রাতে সতর্কতা সাথে
অ্যাশট্রেতে গুঁজে রাখি

তোকে কষ্ট দিতে চাইনি চাইনি বলে
যা চেয়েছি তা-ই কি পাইনি
আমি স্মৃতি গুলো দিনে রোদের আলপিনে
কর্পূরে গেঁথে রাখি

তোর চেহারায় খুনীর মুখোশ
একটু দাঁড়া করছি আপস
যৌথ চাষে রাত্রির শীত পোড়াবো

সন্ধ্যা বেলা সূর্য মরে
আকাশ ভাসে ভাটির চরে
জোনাক আলোয় ছোঁয়াচে প্রেম ছড়াবো
এই গলাকাটা দাম চাওয়া ব্র্যান্ডনিউ ভালোবাসা
দশ কিলো হেঁটে এসে বুঝি কিছু ভাসা ভাসা
শতভাগ বুঝে ওঠা হলোনা

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...