letra de ovimani valobasha - one merge
[verse 1]
আসি বলে গেলে তুমি আর এলে না
কত কথা দিয়েছিলে ভুলে যেও না
আসি বলে গেলে তুমি আর এলে না
কত কথা দিয়েছিলে ভুলে যেও না
[pre-chorus]
আমার এই চোখের দিকে তাকিয়ে দেখ
কত ভালোবাসা আছে অগোছালো
[chorus]
আসি বলে গেলে তুমি আর এলে না
কত কথা দিয়েছিলে ভুলে যেও না
[interlude]
[verse 2]
আষাঢ়-শ্রাবণ বৃষ্টি ভেজা দিন গুলোতে
মিষ্টি-মধুর তোমার হাসি প্রাণেতে বাজে
আষাঢ়-শ্রাবণ বৃষ্টি ভেজা দিন গুলোতে
মিষ্টি-মধুর তোমার হাসি প্রাণেতে বাজে
[pre-chorus]
তুমি কেন এ বুকেতে বাঁধলে বাসা
ভীরু মনের স্বপ্নগুলো পায় যে ভাষা
[chorus]
আসি বলে গেলে তুমি আর এলে না
কত কথা দিয়েছিলে ভুলে যেও না
[interlude]
[verse 3]
অভিমানী চোখে তুমি আর দেখো না
ভালোবাসার স্বপ্ন-সুখে বেঁধে রাখো না
অভিমানী চোখে তুমি আর দেখো না
ভালোবাসার স্বপ্ন-সুখে বেঁধে রাখো না
[pre-chorus]
তোমার চোখে আমার চোখ পড়ে যখনি
বারে বারে এ-মন আমার, করে পাগলামি
[chorus]
আসি বলে গেলে তুমি আর এলে না
কত কথা দিয়েছিলে ভুলে যেও না
আসি বলে গেলে তুমি আর এলে না
কত কথা দিয়েছিলে ভুলে যেও না
[pre-chorus]
আমার এই চোখের দিকে তাকিয়ে দেখ
কত ভালোবাসা আছে অগোছালো
[chorus]
আসি বলে গেলে তুমি আর এলে না
কত কথা দিয়েছিলে ভুলে যেও না
আসি বলে গেলে তুমি আর এলে না
কত কথা দিয়েছিলে ভুলে যেও না
[pre-chorus]
কি করে বোঝাবো তোমায় কত ভালোবাসি
এসো সব ভুলে থাকি পাশাপাশি
[chorus]
আসি বলে গেলে তুমি আর এলে না
কত কথা দিয়েছিলে ভুলে যেও না
[outro]
আসি বলে গেলে তুমি আর এলে না
কত কথা দিয়েছিলে ভুলে যেও না
আসি বলে গেলে তুমি আর এলে না
কত কথা দিয়েছিলে ভুলে যেও না
letras aleatórias
- letra de music to be murdered by - papistu alexis
- letra de lovey - yanga chief
- letra de people people - bombay bicycle club
- letra de bust down - zeebandxs
- letra de i'll be back - wesley nakajima (wez)
- letra de love letter - onlyone
- letra de waterloo sunset - anna nalick
- letra de stainless steel - digdat
- letra de thynara - amigas do brega
- letra de bonde da mutilação - u.d.r