
letra de shokal - one beyond tomorrow (obt)
আকাশটা আজ রঙিন লাগে
মেঘগুলো হেসে যায়
দুপুর শেষে সন্ধ্যা এসে
তোমার ছবি এঁকে যায়
আকাশটা আজ রঙিন লাগে
মেঘগুলো হেসে যায়
দুপুর শেষে সন্ধ্যা এসে
তোমার ছবি এঁকে যায়
তুমি ভাবছো যে কি তা জানিনা
তবে ভাবছি আমি তোমায়
তোমার আমার সকাল হবে
কবে? কখন? কোথায়?
তুমি ভাবছো যে কি তা জানিনা
তবে ভাবছি আমি তোমায়
তোমার আমার সকাল হবে
কবে? কখন? কোথায়?
তোমার হাতের বাগানবিলাস
পাখির গানে বেজে ওঠে
সুরের টানে ডাকছো কি এ আমায়?
নিশীথ অন্ধকারে একা
যখন দেখি তোমার ছায়া
ভাবি আঁধার শেষে আলো হবে আবার
তোমার হাতের বাগানবিলাস
পাখির গানে বেজে ওঠে
সুরের টানে ডাকছো কি এ আমায়?
নিশীথ অন্ধকারে একা
যখন দেখি তোমার ছায়া
ভাবি আঁধার শেষে আলো হবে আবার
তুমি ভাবছো যে কি তা জানিনা
তবে ভাবছি আমি তোমায়
তোমার আমার সকাল হবে
কবে? কখন? কোথায়?
তুমি ভাবছো যে কি তা জানিনা
তবে ভাবছি আমি তোমায়
তোমার আমার সকাল হবে
কবে? কখন? কোথায়?
letras aleatórias
- letra de me and stupid - rheostatics
- letra de ja, matka - lil masti
- letra de pull up - rior ft soulicide
- letra de silently suffering - jaytekz
- letra de nada queda - grupo chijra
- letra de guerrillero - karamelo santo
- letra de you (the aston shuffle remix) - dom dolla
- letra de face to match - frankenixon
- letra de un'altra strofa - maggio
- letra de jacob's ladder (not in my name) - chumbawamba