letra de taile kemne ki - omer j music
এ কেমন আমার দেশ
কেমন আমার জাতি
স্বাধীন রাষ্ট্রে জন্মেও
বুকের ভেতরে আজো
পরাধীনতার আহাকার
দেয় বোবা চিৎকার
আমার মনের আর্তনাথ
আঁধারে ঢাকা সমাজ
ময়লার ইস্তুবে পরে থাকে
আমার দেশের সন্তান
আগামীর ভবিৎষত
হারায় কালো ধোঁয়ায়
নেষার দ্রব্য এনে দেয়
আমার দেশের আমলে
যারা আগামীর নক্ষত্র
চোলে যায় অন্ধ কুয়ায়
কেউ দেয়না এখন আর
হাতে তুলে বই খাতা
সব জাগাতে রাজনৈতীক জোট
হাতে পাপ তুলে দেয়
যারা কটিপ্রতির সৃষ্ঠে
তাদের কোথায় সব চোলে
সন্তান রোডের মেঝেতে
হাই স্পীডে কার চালিয়ে
যদি কাউকে মেরে দেয়
তাদের বিচার আজো কি
কাঠগড়া তরী যায়
সবাই থাকে আসতে
কেউ একজন দেশ বদলাবে
তার পিছে সবাই হেটে
দেশটাকে বদলাবে
যদি বলি আগে বাড়েন
তখন চিৎকার করে বলে
তাইলে কেমনে কি হবে
—————————————————————–
কলো মেঘে ঢাকা জগৎ
কালোর ছড়া ছড়ি
উন্নতি কম হয়
চারিদিকে দুর্নীতি
দিনে দিন হইতাসে
দেশটার শুধু অবনতি
দিকে দিকে পথে পথে
সর্বখানে সব জাগাতে
যে যেমনে কইরা পারে
মানুষের ক্ষতি করে
দুঃখ দুর্দশার ছবি
বোলো কয়জন ফুটায় তুলে
আইসি নতুন তালে
কথা হবে rap এর মাধ্যমে
ঢাকা সিটির মানুষ থাকে
এখন পুরাই ফাঁপরে
কখন কি হবে
থাকে all time আতংকে
বোমা হামলায় কখন জানি
গাড়িটা উড়ে যাবে
মৃত দেহ পরে থাকবে
রাস্তায় সাড়িতে সাড়িতে
অতি টাকার লোভে
দুর্বল বিলডিং তৈরি করে
তার নিচে চাপা পরে
কেন হাজার মানুষ মরে
কালো টাকার ওরা উড়ি
অবৈধ অস্ত্রের আমদানি
কথা বার্তা ছাড়াই দেখি
নিউজ এ গুমের কাহিনী
সবাই করে ওস্তাদি
বর্তমানের বাংলাদেশী
—————————————————————–
তাইলে কেমনে কি
হাজার বছরের স্মৃতি
দেখি সবই একই দেখি
সৎ থেকে অসৎ পথ
খোজ বাংলার নীতি
লাল সবুজের মাঝে পড়ছে
আমাদের এই দেশটা
সব লুইটা পুইটা খাবার করি
আমরাতো চেষ্টা
মানব স্বত্বাটা দেইখা
আর বিচক্ষণ বিবেকটা
খোঁজার চেষ্টা করে একটা
কবে পাওয়া যাবে
নিজের পার্প আসনটা
আজ মুক্তি যোদ্ধার কাঁধে
কেন
বোলো তো বস্তা
গণ তান্ত্রিক দেশে
জনগণ পায়না কোনো দামটা
ব্রিট্রিশ আমল থেইকা শুরু
এখন তোরি চলতাসে
গরিবের মাথায় রাইখা পা
ধোনিরা উপরে উঠতাসে
এক তরফা শাসন বোলো
কবে শেষ তো হবে
স্বাধীন দেশের নাগরিক
মুক্তির নিঃশ্বাসটা নিবে
যেথায় চোখটাতো পরে
ছিনতাই রাহাজানি দেখে
চাঁদাবাজি বোমাবাজি
গুম হত্যার মাঝে
ফাইসা গেসে বাঙালি
এখন কোথায় পালাবে
এতো শত প্রশ্নের উত্তর
৭১ কি দিবে…?
letras aleatórias
- letra de swings (bonus track) - эймкс (yemks)
- letra de rolling - hap palmer
- letra de i'm drunk - cr1tter
- letra de demon eto moe* - feofilov & pazzy
- letra de explore! - bando
- letra de maná - diimalo
- letra de hábito - manu cort
- letra de o come, o come, emmanuel (cover) - melanie martinez
- letra de wat sense do it make - mac critter
- letra de niesamowity czesiek (feat. kasiasta) - denizzowsky