![letras.top](https://letras.top/files/logo.png)
letra de biday - old brigade
[verse 1]
যা দেখার ছিলো, দেখোনি
যা বলার ছিলো, বোঝোনি
চাপা অভিমান আর তপ্ত ক্ষোভে
সংশয় আর সঙ্গোপনে
জানাই তোমায় বিদায়
[chorus]
যাও, তুমি চলে যাও
এই রাত তোমার নয়
যার যাওয়ার ইচ্ছা, তাকে যেতে দিতে হয়
যাও, তুমি চলে যাও
এই রাত তোমার নয়
যার যাওয়ার ইচ্ছা, তাকে যেতে দিতে হয়
[verse 2]
যা শোনার ছিলো, শোনোনি
যা বোঝার ছিলো, বোঝোনি
স্থির মন আর দৃঢ় চিত্তে
ম্লান হৃদয় উপেক্ষা করে
জানাই তোমায় বিদায়
[chorus]
যাও, তুমি চলে যাও
এই রাত তোমার নয়
যার যাওয়ার ইচ্ছা, তাকে যেতে দিতে হয়
যাও, তুমি চলে যাও
এই রাত তোমার নয়
যার যাওয়ার ইচ্ছা, তাকে যেতে দিতে হয়
[bridge]
চার দেয়াল জুড়ে নির্বাক হৃদয়
চমকে উঠে অস্থিরতায়
শীতল কালো স্বপ্নগুলো
ভেসে বেড়ায় নীরবতায়
[chorus]
যাও, তুমি চলে যাও
এই রাত তোমার নয়
যার যাওয়ার ইচ্ছা, তাকে যেতে দিতে হয়
যাও, তুমি চলে যাও
এই রাত তোমার নয়
যার যাওয়ার ইচ্ছা, তাকে যেতে দিতে হয়
যেতে দিতে হয়
letras aleatórias
- letra de warrior queen - visigoth
- letra de medo de baleia - letuce
- letra de not what it seems - feline
- letra de yömatelija - pyhimys,timo pieni huijaus
- letra de coma - reza pishro
- letra de hörst du den ruf - michael wendler
- letra de mood - mikeyymag
- letra de avec elle - r2f officiel
- letra de closure - dear apollo
- letra de evergreen - lil buck50