letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de maa - obscure

Loading...

সবারজীবন বাস্ততাম্য আমার জীবন মরুভূমি
কেউতো আসে না কথাও বলেনা
একা বসে দিন গুনি
নিঁদ যায় আসে তোরা প্রবাসে
শ্যামাই জর্দাদানি শুন্য আসন
ভুভু করে মন
একা শুধু আমি কাঁদি
শুধু দোয়া করি খোদারই কাছে
মুছেফেলি কান্না রহম ঝরুক তদেরই
মাথায় আমি যে তদের মা…
মনে আছে তর সেই ঈদ ভোর
বাবার হাতটি ধরে
প্রথম নামাজ পরেছিলি তুই
ঈদ-গার চাঁদরে
নতুন পাজামা কোর্তা টুপিতে
দারুন মানিয়েছিল
ফের মুঠি খুলে দেখি এ সালামি
বলেছিলি ওরা দিল
আমি হেঁসে মরি শুধু দোয়া করি
এই খুশী থাকনা
রহম ঝরুক তদেরই
মাথায় আমি যে তদের মা…
কবে বড় হবে বাবার ভয়ে
গুটিয়ে এই জেলতুলি
বলেছিলি মা গও তুমি বল না গো
বাবাকে খুলা-খলি
paris এ আমার যাওয়া দরকার
পেতে শিল্পের দাম
তর মুখ চেয়ে আমি মাথা খেয়ে
বাবাকে বলাম
বিদেশে অনেক জস হল তর
বউ এলো সালমা
রহম ঝরুক তদেরই
মাথায় আমি যে তদের মা…
ভরা সুটকেস হাতে একদিন রাতে
বলেছিলি চলে যাব
এ দেশের থেকে সেদেশে অনেক সুযোগ-সুবিধা পাব
বউ ছেলে নিয়ে তর যাওয়া দেখে বাবা তর
চলে গেল
তুই কি জানিস কবরে শান্তি
কতটা সে পেয়েছিলো
আজকে আমার কেউ নেই আর
আছে শুধু কান্না…
রহম ঝরুক তদেরই
মাথায় আমি যে তদের মা…
সবারজীবন বাস্ততাম্য আমার জীবন মরুভূমি
কেউতো আসে না কথাও বলেনা
একা বসে দিন গুনি
নিঁদ যায় আসে তোরা প্রবাসে
শ্যামাই জর্দাদানি শুন্য আসন
ভুভু করে মন
একা শুধু আমি কাঁদি
শুধু দোয়া করি খোদারই কাছে
মুছেফেলি কান্না রহম ঝরুক তদেরই
মাথায় আমি যে তদের মা…
শুধু দোয়া করি খোদারই কাছে
মুছেফেলি কান্না রহম ঝরুক তদেরই
মাথায় আমি যে তদের মা…
শুধু দোয়া করি খোদারই কাছে
মুছেফেলি কান্না রহম ঝরুক তদেরই
মাথায়…

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...