letra de onekdiner tumi - obscure (band)
সে যে আমার অনেক জানাশোনা
চিরচেনা চেনা স্বপ্ন দিয়ে বোনা
অনেক ভালোবাসি
সাগর তলে যেন মুক্তো রাশি রাশি
কথায় গাঁথা মালায় মাতাল করা হাসি
তাই তো কাছে আসি
সাগরেরই জলটা ছুঁয়ে তোমায় ডেকে নেবো
গভীর ভালোবাসার এই হাতটা বাড়িয়ে দেবো
সে যে আমার অনেক জানাশোনা
চিরচেনা চেনা স্বপ্ন দিয়ে বোনা
সে যে নতুন দিনের সৃষ্টির আহ্বান
হৃদয় মাঝে সুর মেলানো নতুন কোনো গান
আগমনী আশীর্বাদের নতুন কোনো ভোর
তার স্পর্শেই কেটে যে যায় কুয়াশার প্রহর
প্রভাতেরই আলোর মাঝে তোমায় খুঁজে নেবো
গভীর ভালোবাসার এই হাতটা বাড়িয়ে দেবো
সে যে জোছনা রাতের অবাক করা চাঁদ
দুরন্ত বুকের মাঝে দুরু দুরু আহ্লাদ
দূর নীলিমায় মিটিমিটি নক্ষত্র আলো
আলতো আলোছায়া তারে বেসেছে ভালো
আকাশ পানে হাত বাড়িয়ে তোমায় ডেকে নেবো
গভীর ভালোবাসার এই হাত বাড়িয়ে দেবো
সে যে আমার অনেক জানাশোনা
চিরচেনা চেনা স্বপ্ন দিয়ে বোনা
অনেক ভালোবাসি
সাগর তলে যেন মুক্তো রাশি রাশি
কথায় গাঁথা মালায় মাতাল করা হাসি
তাই তো কাছে আসি
সাগরেরই জলটা ছুঁয়ে তোমায় ডেকে নেবো
গভীর ভালোবাসার এই হাতটা বাড়িয়ে দেবো
প্রভাতেরই আলোর মাঝে তোমায় খুঁজে নেবো
গভীর ভালোবাসার এই হাতটা বাড়িয়ে দেবো
letras aleatórias
- letra de love me like you do - arthur walwin
- letra de (to me) it's beautiful - lichi
- letra de love sick - cambridge nino
- letra de sad but true - royal blood
- letra de pucker up - patty larkin
- letra de mali khelek - كاظم الساهر
- letra de a mi favor - along
- letra de memoar sang pengobar - siksakubur
- letra de nafile - bendeniz
- letra de in bilico - ashes (singer)