letra de bhondo - oblique
[verse 1]
তোমার মাঝে লুকিয়ে রাখা
স্পর্শ হয়ে থমকে থাকা
দুস্থ, বর্ণ-মলিন কাগজে
ছায়াপথ আঁকড়ে ধরে রাখা
অন্ধ, ক্লান্ত, ব্যস্ত থাকা
বাহুতে মরচে ধরা সহজে
[chorus]
আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো
আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো
আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো
আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো
[verse 1]
তোমার মাঝে লুকিয়ে রাখা
স্পর্শ হয়ে থমকে থাকা
দুস্থ, বর্ণ-মলিন কাগজে
ছায়াপথ আঁকড়ে ধরে রাখা
অন্ধ, ক্লান্ত, ব্যস্ত থাকা
বাহুতে মরচে ধরা সহজে
[chorus]
আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো
আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো
আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো
আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো
[verse 2]
আকাশপানে যদি চেয়ে থাকো
আমায় তুমি জানিয়ে রেখো
আমি হন্যে হয়ে আর হাঁটবো না নগরে
সীমানায় দাঁড়িয়ে থেকো তুমি
স্বস্তি সত্যি খুঁজে নেবো আমি
যদি দেখা হয় অন্য কোনো প্রহরে
[chorus]
আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো
আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো
আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো
আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো
letras aleatórias
- letra de no games (prod thapro withanother1) - young rizen
- letra de tradition - gulien
- letra de tell me - cam james
- letra de xxvii - neronoia
- letra de shine a light - rage
- letra de white bumer - young yuki
- letra de xin em đừng mang cơn mưa đến đây - d-blue (vietnam)
- letra de agir de deus - nithael alves
- letra de silence - nick eliscu
- letra de suicide - lexis