letra de kahini ache - obhijaan band
ওই মামা, আধ কাপ চা একটা নেভি দিও তো
দিতাছি, বহো… এই লও চাও
আইচ্ছা মামা একটা কথা জিগাই?
জিগাও
তোমার বাপের না এতো ট্যাকা পয়সা, এতো সয়সম্পত্তি
তাইলে এন্তে আধা কাপ চা আর নেভি খাও কেল্লাইগা মিয়া
কাহিনী আছে মামা, কাহিনী আছে
আরে মোর জ্বালা তোমগো আবার কিয়ের কাহিনী মিয়া
কি যে কমু মামা, কাহিনীর মধ্যেই ত কাহিনী আছে
হুনবা? পোষায়নি দেহো
তাইলে হুনো ধনী বাপের গরীব পোলার কাহিনী
মুখে মুখে হাসি কিন্তু বুকের ভিত্রে সুনামি
আমার বাপ ওই ভদ্রলোক যতই হোক ধনী,
মেরা পকেট অলটাইম ফাকি, উনকা স্বপ্ন মানি মানি
আবার দেহো বাপজান কি কাহিনী দেহায়
বেশি টাকা পয়সা দিলে পোলাপান নষ্ট হয়ে যায়
তো মামা কও, আমি আছি কি মাইনকার চিপায়
বাপে ট্যাকা লইয়া ঘুমায় আর আমি ছিড়া খেতায়
কিন্তু না, আইজকা বাইত্তে গিয়ে বমু বাপের লগে
এতো পয়সাপাত্তি আছে কিন্তু গইচ্ছো মামা কবে?
এই বেয়াদব, বাপের লগে কেম্নে কথা কইতে হয় জানোস না
আরে মোর জ্বালা, অইতে আবার নতুন কাহিনী লইছে
যত ময়-মুরুব্বি আছে এবার বেক্কে ডাকামু
চা বিস্কিট খাওয়াইয়া গোল মিটিং বহামু
ফয়সালার সাথে সয়সম্পত্তির ভাগ বাটারি হইবো
হ মামা, এক কাপ চা একটা বেনসন আইজকাই হইবো (দিতাছি)
হাতে নোট নাই, কাহিনী আছে
মুখে রস নাই, কাহিনী আছে
পাশে মাইয়া নাই, কাহিনী আছে
কাহিনীর মধ্যেও কাহিনী আছে
হাতে নোট নাই, কাহিনী আছে
মুখে রস নাই, কাহিনী আছে
পাশে মাইয়া নাই, কাহিনী আছে
কাহিনীর মধ্যেও কাহিনী আছে
আব্বে কোন হালায় যে আবিষ্কার করছে এই ট্যাকা
যত কিচ্ছা কাহিনী শুরু ওইখান থাইকা
আবাল বয়সেই পইরা গেলাম ট্যাকার প্রেমে
বুঝলাম পকেট ভর্তি থাকলেই সব মানুষ আমায় চেনে
টাকা আছে বলেই আজ ভালোবাসা তাজমহল,
টাকার অভাবেই মজনুর বিয়ে হয়নাই তখন,
দেবদাস খাইতো বাংলা মদ, টাকার অভাব ছিলো যখন
কাইনছা ছাকিনি, কাহিনী
টাকা থাকলেই প্রেম, সব পরীক্ষায় পাশ
তাই ট্যাকার ধান্ধা আগে, নাইলে বিরাট সর্বনাশ
যখন ট্যাকার বাক্স মারি, তখন মায়ে দের ঝারি
আইজকা তোর বাপে আহুক, বুঝামুনি মজা
বাপে তো আইবোই ঘরে কিন্তু আমি আমুনা
নতুন এক কাহিনী আর জন্ম দিমুনা
ট্যাকা থাকলেও কাহিনী, না থাকলেও কাহিনী
হাতে নোট নাই তবু চলতে থাকবে কাহিনী
হাতে নোট নাই, কাহিনী আছে
মুখে রস নাই, কাহিনী আছে
পাশে মাইয়া নাই, কাহিনী আছে
কাহিনীর মধ্যেও কাহিনী আছে
হাতে নোট নাই, কাহিনী আছে
মুখে রস নাই, কাহিনী আছে
পাশে মাইয়া নাই, কাহিনী আছে
কাহিনীর মধ্যেও কাহিনী আছে
সেই দ্বিতীয় শ্রেণীতে যামু এখন কাহিনী কইতে গিয়া
তখন থেকেই মনে গাঁথা এক চান্দের মতোন মাইয়া
চামে চামে পডাইয়া, প্রেমডা করছি ধুচাইয়া
মাইয়াও কয়- (ভালোবাসি তোমায়) মাথায় হাত দিয়া
এই কথা শুনেছি যখন, মন তো দিয়ে ফেলেছি তখন
মেয়ে তো এখন আমাকে শুধায়,
জানু আমাদের বিয়ে হবে কবে?
আচ্ছা, হেইদিনই বাপের কাছে গিয়া আমি কইছি বিয়ের কথা
আব্বায় কয়, ওই বেয়াদব তোকে মারবো এক জুতা
মাইয়ার টানেই হেইদিনই গিয়া ভাগছি দুজনে
কিন্তু টাকাই ত নাই, এখন দুইজন থাকি কেমনে?
তবুও মাইয়ার দিকে চাইয়া কষ্ট মাথা পাইতা নিছি
ভাবছি, বউ সাথে থাকলে একদিন হমুই কোটিপতি
কিন্তু দুইদিনের মাথায় হুনো মাইয়ায় কি কয়!
আমি এতো কষ্ট করতে পারমুনা জান,
আমি আব্বু আম্মুর কাছে যাবো
বেঈমান গোষ্টি
হাতে নোট নাই, কাহিনী আছে
মুখে রস নাই, কাহিনী আছে
পাশে মাইয়া নাই, কাহিনী আছে
কাহিনীর মধ্যেও কাহিনী আছে
হাতে নোট নাই, কাহিনী আছে
মুখে রস নাই, কাহিনী আছে
পাশে মাইয়া নাই, কাহিনী আছে
কাহিনীর মধ্যেও কাহিনী আছে
মাশাল্লাহ, আল্লাহয় তোমগোরে বাঁচায় রাহুক
letras aleatórias
- letra de angel angel - 99 neighbors
- letra de anh thôi nhân nhượng - an clock (vnm)
- letra de sophie - valentine (tx)
- letra de tu hi jawaab - parv music, sicklot & sarpdansh
- letra de all star freestyle - the conscious daughters
- letra de t’exagère - keeqaid
- letra de leavemealone (mixed) - fred again.. & baby keem
- letra de вместе весело гнить (it's fun to rott together) - sugar tvar
- letra de автомат (combat rifle) - alley gang
- letra de do you love me? - georgia parker