letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de mohamaya (from ”borbaad”) - noble man

Loading...

[intro]
এ কার জীবন আমার কাঁধে?
আমি বইতে আর পারছি না
বেকার এ মন আবেগে বাঁধে
আমি সইতে আর পারছি না

[instrumental break]

[pre-chorus]
এ কার জীবন আমার কাঁধে?
আমি বইতে আর পারছি না
বেকার এ মন আবেগে বাঁধে
আমি সইতে পারছি না
এ কেমন ভালোবাসা?
কইতে পারছি না

[chorus]
মায়া, মায়া, মহামায়ার ভিতর
আমি কে, আমি কে, আমি কে তোর?
মায়া, মায়া, মহামায়ার ভিতর
আমি কে, আমি কে, আমি কে তোর?

[verse]
নেশাতে ডুবে গেলেও দেখি তোর ছবি
দূর আকাশের চাঁদেও একি তোর ছবি
নেশাতে ডুবে গেলেও দেখি তোর ছবি
দূর আকাশের চাঁদেও একি তোর ছবি
তোর প্রেমে ফুল হয়ে ফোঁটে ভুল সবই
তোর প্রেমে ফুল হয়ে ফোঁটে ভুল সবই
[chorus]
মায়া, মায়া, মহামায়ার ভিতর
আমি কে, আমি কে, আমি কে তোর?
মায়া, মায়া, মহামায়ার ভিতর
আমি কে, আমি কে, আমি কে তোর?

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...