
letra de nirghum raat - nirjo habib
রাত নির্ঘুম, বসে আছো তুমি
দক্ষিণের জানালা খুলে,
যত নির্বাক অভিমান মনে,
আজ সবটুকু নিলাম তুলে।
এসো তবে বৃষ্টি নামাই,
সৃষ্টি ছাড়া ভালোবাসায়।
এসো তবে জোছনা সাজাই,
দু’চোখে তারায় তারায়।
রাত নির্ঘুম, বসে আছো তুমি
দক্ষিণের জানালা খুলে,
যত নির্বাক অভিমান মনে,
আজ সবটুকু নিলাম তুলে।
চুপচাপ ঝরছে শিশির কণা,
রাতের পাখিরা সব গান গেয়ে যায়।
নিশ্চুপ বাতাসে তোমার স্মৃতি,
আমার গানের সুরে দূরে ভেসে যায়।
এসো তবে বৃষ্টি নামাই,
সৃষ্টি ছাড়া ভালোবাসায়।
এসো তবে জোছনা সাজাই,
দু’চোখে তারায় তারায়।
রাত নির্ঘুম, বসে আছো তুমি
দক্ষিণের জানালা খুলে,
যত নির্বাক অভিমান মনে,
আজ সবটুকু নিলাম তুলে।
গুন গুন গুঞ্জন মনের কোণে,
আসবে তুমি বলে মেঘ উঠেছে।
স্বপ্নিল এই ক্ষণ যখন তখন,
বিদ্রোহী মন আজ জেগে উঠেছে।
এসো তবে বৃষ্টি নামাই,
সৃষ্টি ছাড়া ভালোবাসায়।
এসো তবে জোছনা সাজাই,
দু’চোখে তারায় তারায়।
রাত নির্ঘুম, বসে আছো তুমি
দক্ষিণের জানালা খুলে,
যত নির্বাক অভিমান মনে,
আজ সবটুকু নিলাম তুলে।
এসো তবে বৃষ্টি নামাই,
সৃষ্টি ছাড়া ভালোবাসায়।
এসো তবে জোছনা সাজাই,
দু’চোখে তারায় তারায়।
এসো তবে বৃষ্টি নামাই,
সৃষ্টি ছাড়া ভালোবাসায়।
এসো তবে জোছনা সাজাই,
দু’চোখে তারায় তারায়।
এসো তবে বৃষ্টি নামাই,
সৃষ্টি ছাড়া ভালোবাসায়।
এসো তবে জোছনা সাজাই,
দু’চোখে তারায় তারায়।
letras aleatórias
- letra de hallo dangdut - rita sugiarto
- letra de nie wystarczy - piotr wróbel
- letra de laisse pas tomber - houssdjo
- letra de spring - cast recording feat. various artists
- letra de de zji - ertebrekers
- letra de soundtracks & come backs - goldfish
- letra de ordinary - miggs
- letra de 我的麥克風 - 潘瑋柏
- letra de christmas all year long - mackz
- letra de we are kings - lawson