letra de shopno - 88 ft. t-verse (hip hop metra ka) - nilin - 88 ft. t-verse - sakyb
নিয়ে গেলে সব’ই-
রেখে গেলে কেন তবে স্মৃতিগুলো??
আমার দেয়া যতো চিঠি-
কি ভুল ঠিকানায় গেল??
.
স্বপ্ন ভেঙ্গে যায়
তবু স্বপ্নে আকড়ে থাকি;
আঁধারের অতলে
নিজের প্রাসাদ গড়ি;
আমি দু’চোখে স্বপ্নে, তোমায় দেখি;
এই স্বপ্নের মাঝে আমি তোমার অনুভূতি খুঁজি।
রাত নির্ঘুম- চারিদিকে অলস নিরবতা
চাঁদের আলোয় মিশে যায়, ভালোবাসার কথা;
হয়তোবা “ভালোবাসা” এক টুকরো মেঘ
উড়িয়ে দেয়া তোমার নীল সেই আবেগ।
স্বপ্নরা, এখানে কেন মিথ্যে নয় ?
স্বপ্নের বিপরীতে আমার চোখে অন্ধময় ;
আমার জগতে তোমার স্বপ্ন দেখবো আমি
চোখ খুলে দেখি সেই- প্রথম চিঠি ।
স্বপ্নরা এখানে আমার নিঃশ্বাসের সাথে
এই আঁধারের রাতে, সেই শেষ চিঠি হাতে
ঘন কুয়াশার মাঝে, মৃদু বাতাসে ভাসে
তোমার কোলাহল কানে বাজে, স্বপ্ন আসে ।
.
নিয়ে গেলে সব’ই-
রেখে গেলে কেন তবে স্মৃতিগুলো??
আমার দেয়া যতো চিঠি-
কি ভুল ঠিকানায় গেল??
.
এভাবেই কতোশত স্বপ্ন আমার
নিজ হাতে এঁকেছিলাম কতো যত্ন করে;
রং-তুলির সেই ছবি রাঙ্গাঁও নি আর
পড়ে আছে আজো সেই- সাদা ক্যানভাস ।
আজো বসে আছি আমি গাঢ় শূন্যতায়
যেখানে স্মৃতিগুলো আজও আমি হাতড়ে বেড়াই ;
যেখানে তুমি ছিলে, স্বপ্ন ছিল, ছিল চাঁদের আলো ;
যেখানে তোমায় একদিন এসে, বেসেছিলাম ভালো ;
সুখের ছিলনা বুঝি পুরোনো দিনগুলো
যখন দুঃখ ছিল এক সংজ্ঞাহীন শব্দ
সবকিছু সেইসব আজ আমাদেরও হলো;
তাই ফেলে যাওয়া স্মৃতিসব চিঠি হয়ে গেলো :
গভীর রাতে যখন স্বপ্নরা আসে
মনে হয় এখনো- তুমি আমার’ই পাশে ;
ভেঙ্গে যায় ঘুম, পৃথিবী আমার হয়ে যায় ফাঁকা
এভাবেই বেঁচে আছি আজও আমি একা ।
.
নিয়ে গেলে সব’ই-
রেখে গেলে কেন তবে স্মৃতিগুলো??
আমার দেয়া যতো চিঠি-
কি ভুল ঠিকানায় গেল??
.
i see them fly, moving away slowly ;
they take time to fade away
because the days at lonely ;
but in love- walking in my dreams
maybe tomorrow, thinks my teen
not like today, as it seen ;
baby do you remember that long bit walk?
small flies fly and those little talks
staying upon night and those galastalks
wreathing my arms on your shoulder
and looking for end the blocks
now that i walk down those corridors
memories of you pop-up from every d-mn floor
full moon nights, yellowtop and that little fight;
full breeze bloom, freezing my windpipe
waking up at midnight, as a holy soul cried
all remembrance of you, as a memory tries
night after night- i raising is the moon
swimming and get tight- healing my old wounds
.
18 july 2022
#maruf
.
যদি কোথাও কোনো ভুল থাকে, তা জানিয়ে দিবেন, সংশোধন করা হবে ।
.
#dedicated_to_afroza
letras aleatórias
- letra de die - m1v
- letra de la leakers freestyle - central cee
- letra de 2000 volts - lady chokey
- letra de and the boy's name was... - blurain
- letra de yaad - raxstar
- letra de sour women - barbra lica
- letra de on top - hoshie star
- letra de kaktusz - kleffen
- letra de urget love - mia kodak
- letra de all eyez on me - og vibez