letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de aj ei brishtir kanna - niaz mohammad chowdhury

Loading...

আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়লো তোমায়
অশ্রু ভরা দুটি চোখ

তুমি ব্যথার কাজল মেখে
লুকিয়েছিলে ঐ মুখ।।
আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়লো তোমায়…
অশ্রু ভরা দুটি চোখ
তুমি ব্যথার কাজল মেখে…
লুকিয়েছিলে ঐ মুখ।।
music. 4=8 bit kawarba
বেদনাকে সাথী করে
পাখা মেলে দিয়েছো তুমি…
কত দূরে যাবে বলো।
কত দূরে যাবে বলো।
তোমার পথের সাথী হবো আমি।।
বেদনাকে সাথী করে
পাখা মেলে দিয়েছো তুমি
কত দূরে যাবে বলো।
কত দূরে যাবে বলো।
তোমার পথের সাথী হবো আমি।।
music 4=8 bit kawarba
একাকিনী আছো বসে
পথ ভুলে গিয়েছো তুমি
কোন দূরে যাবে বলো।
কোন দূরে যাবে… বলো।
তোমার চলার সাথী হবো আমি
একাকিনী আছো বসে
পথ ভুলে গিয়েছো তুমি
কোন দূরে যাবে বলো।
কোন দূরে যাবে বলো।
তোমার চলার সাথী হবো আমি
আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়লো তোমায়
অশ্রু ভরা দুটি চোখ
তুমি ব্যথার কাজল মেখে
লুকিয়েছিলে ঐ মুখ।।
আঃ… আঃ…
end
shafiq

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...