letra de aj ei brishtir kanna - niaz mohammad chowdhury
আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়লো তোমায়
অশ্রু ভরা দুটি চোখ
তুমি ব্যথার কাজল মেখে
লুকিয়েছিলে ঐ মুখ।।
আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়লো তোমায়…
অশ্রু ভরা দুটি চোখ
তুমি ব্যথার কাজল মেখে…
লুকিয়েছিলে ঐ মুখ।।
music. 4=8 bit kawarba
বেদনাকে সাথী করে
পাখা মেলে দিয়েছো তুমি…
কত দূরে যাবে বলো।
কত দূরে যাবে বলো।
তোমার পথের সাথী হবো আমি।।
বেদনাকে সাথী করে
পাখা মেলে দিয়েছো তুমি
কত দূরে যাবে বলো।
কত দূরে যাবে বলো।
তোমার পথের সাথী হবো আমি।।
music 4=8 bit kawarba
একাকিনী আছো বসে
পথ ভুলে গিয়েছো তুমি
কোন দূরে যাবে বলো।
কোন দূরে যাবে… বলো।
তোমার চলার সাথী হবো আমি
একাকিনী আছো বসে
পথ ভুলে গিয়েছো তুমি
কোন দূরে যাবে বলো।
কোন দূরে যাবে বলো।
তোমার চলার সাথী হবো আমি
আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়লো তোমায়
অশ্রু ভরা দুটি চোখ
তুমি ব্যথার কাজল মেখে
লুকিয়েছিলে ঐ মুখ।।
আঃ… আঃ…
end
shafiq
letras aleatórias
- letra de the legend of pop-eye jones - the daily news (us)
- letra de lamúria - svddexth
- letra de just a little bit of trazz - ktrazz
- letra de footprints - athiiko
- letra de u can stand under my umbrella - mansta high money
- letra de ballin feat. diorvsyou - southsidesilhouette
- letra de the 514 (speed up) - nic dean
- letra de off the map - yak, the atlas
- letra de растопила (melted) - space grass
- letra de country boy (feat. goldbuuda, bradystreet) - tommy yang