letra de shomoy nei aar - nemesis (bgd)
Loading...
কে রাখেনি তারই কথা
আমি চাইনি তোমারই চাওয়া
কেউ আসেনি এ কারখানাতে
তোমার কথা শুনে যায় হারাতে…
কোনদিনও আমায় দেখে
কোনদিনও আমায় ভেবে…
সময় নেই আর সরে দাঁড়াবার
সময় নেই আজ ফিরে তাকাবার
সময় নেই আর কোনকিছু হারাবার
সময় নেই আর…
কেউ দেখেনি তোমার আগমন
কেউ বোঝেনি তোমার প্রয়োজন
কোনদিনও তোমায় দেখে
কোনদিনও তোমায় ভেবে…
সময় নেই আর সরে দাঁড়াবার
সময় নেই আজ ফিরে তাকাবার
সময় নেই আজ কোনকিছু হারাবার
সময় নেই আর…
এখন কি হবে
সবার দিকে তাকিয়ে
কত কি দেখার আছে
এই কারখানাতে…
সময় নেই আর সরে দাঁড়াবার
সময় নেই আজ ফিরে তাকাবার
সময় নেই আর কোনকিছু হারাবার
সময় নেই আর…
letras aleatórias
- letra de make it work remix - young doja
- letra de gnagsår - kaveh
- letra de can't deny - maffi
- letra de jakaqu free flow - jakaqu of-spades
- letra de crawling (1999 demo) - linkin park
- letra de no darwinian society - the friday prophets
- letra de hip-hop ist krieg - obe von graff
- letra de od - anthony flammia
- letra de 4ème capsule - dinos
- letra de jarina huligan gang - ep