letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de nirbashon - nemesis (bgd)

Loading...

তদিন এর পরেও যে তুমি আসবে
কখন কোথায় কার সাথে ও কিভাবে
তোমার জায়গা নেই এখানে তবুও দেখব
তোমার রঙে এই জায়গা ভেসে উঠেছে

তোমার জন্যে
সবাই সুখে

অযথা ক্ষোভ রাখা পরে থাকা
মনেরই মাঝে
আসবে আর কবে বাস্তবতা
সহসা ভোর ওঠা মোহ কাটা
মহাত্মার সাঁজে
আসবে আবীর ভাবে অস্থিরতা

তুমি আসবে বলে তাই প্রতিক্ষণেই
আছে সবাই মুখরিত তোমারি গানে
আমি শুধুই শুনে যাই অবিরামে
রঙিন তুলোয় মেঘের দৃষ্টি ছুঁয়ে থাকে

তোমার সনে
কতজলে

অযথা ক্ষোভ রাখা পরে থাকা
মনেরই মাঝে
আসবে আর কবে বাস্তবতা
সহসা ভোর ওঠা মোহ কাটা
মহাত্মার সাঁজে
আসবে আবীর ভাবে অস্থিরতা
মন এর গভীরে আমি
ভেঙে চলেছি সবই
নতুন সুরে ভাবি
আশা সব দূরে চলে যায়
হতাশা আমায় খুঁজে পায়
অসহায় কল্পনায় কোথায় তুমি

তোমারি কল্পনায় রয়েছি অযথায়
অপেক্ষার প্রহরে ছেঁড়া স্বপ্ন বুনে যায়
অসম্ভবের রেখাপটে সাদা গানের নতুন সুর
হাত বাড়ানো তোমার দিকে আজ

সহসা ভোর ওঠা
মোহ কাটা মহাত্মার সাজে
রবে আবির্ভাবে বাস্তবতা
অযথা ক্ষোভ রাখা
পরে থাকা মনেরই মাঝে
আসবে আর কবে অস্থিরতা

এত দিনের পরেও যে…
অস্থিরতা
এতো দিনের পরেও যে…
এতো দিনের পরেও যে…
এতো দিনের পরেও যে…
এতো দিনের পরেও যে…
এতো দিনের পরেও যে…

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...