
letra de ghum - nemesis (bgd)
[verse 1]
সময়ের প্রান্তে
আমি দাড়িয়ে
তোমার অনুসরণে
চলো ওপারে
[chorus]
ঘুমের দেশে ডুব দিয়ে থাকি লুকিয়ে
ঘুম যদি একবার ভাঙ্গে
আমি ফিরে আসি এপারে
অবশতার মাঝে
[verse 2]
এই অবশতা আর নিতে পারছি না
তুমি আমায় ছেড়ে দাও
চলে যাই দূরে কোথাও
[chorus]
ঘুমের দেশে ডুব দিয়ে থাকি লুকিয়ে
ঘুম যদি একবার ভাঙ্গে
আমি ফিরে আসি এপারে
[verse 3]
রোদের খেলায় আমার ঘুম ভেঙে যায়
শুয়ে ভাবি আমি আজ কোথায়
নতুন দিনে পুরোনো আশায়
জড়িয়ে রাখে তোমারই মায়ায়
[chorus]
ঘুম আসে না
ঘুম আসে না
[instrumental break]
[verse 4]
ওপারের গল্প
জানা নেই, আছি অপেক্ষায়
অন্ধকার না আলোয়
জেনে নেবো এই পথচলায়
[guitar solo]
[chorus]
ঘুমের দেশে ডুব দিয়ে থাকি লুকিয়ে
ঘুম যদি একবার ভাঙ্গে
আমি ফিরে আসি এপারে
ঘুমের দেশে ডুব দিয়ে থাকি লুকিয়ে
ঘুম যদি আর না ভাঙ্গে
আমি ফিরে যাই ওপারে অবশেষে
letras aleatórias
- letra de new gen - foxpoint & murdevo
- letra de facetime - zoe hines
- letra de scarecrowz - dtay59
- letra de voir la mer en juillet - laucarré
- letra de океан (ocean) - ундервуд (underwood)
- letra de vibe - ptit bo$
- letra de sidney crosby - forest n/a
- letra de sick - krivoy
- letra de bright future - adrianne lenker
- letra de ebon - crown of anguish