
letra de ghour - nemesis (bgd)
Loading...
[verse 1]
চলো উড়ে যাই
জানি তুমি আছো অপেক্ষায়
যাবে কোথায়?
মহাকাশের সীমানায়
রাতের তারায়
লুকিয়ে থাকবো দু’জনে
ঘুরে বেড়াই
[chorus]
আমাদের ঘোর যেন না কাটে
না কাটে, এই ঘোর যেন না কাটে
না কাটে, এই ঘোর যেন না কাটে
[verse 2]
জানি ফিরে যেতে হবে অবশেষে
বাস্তবতার এই ভিড়ে
কোনো মন্ত্র পরে অদৃশ্য হয়ে
যদি পারি থাকি লুকিয়ে
লুকিয়ে কেও যেন না খোঁজে
সময়ের হাত ধরে যাই ছুটে
[chorus]
মহাকাশের সীমানায় এই ঘোরে ছুটে যাই
মহাকাশের সীমানায় এই ঘোরে ছুটে যাই
[bridge]
চলো পেরিয়ে সবকিছু রেখে মহাকাশে এই ঘোরে
[chorus]
মহাকাশের সীমানায় এই ঘোরে ছুটে যাই
মহাকাশের সীমানায় এই ঘোরে ছুটে যাই
letras aleatórias
- letra de through the times to stone gills of eternity fall - misanthropic poetry
- letra de blonde breda - antoine delvig
- letra de lead me on - ohrkid
- letra de pilletriller - drug salad
- letra de robbed - tedium
- letra de i want unto thee - prais
- letra de nikes - jay freewayy
- letra de big bizness - c biz
- letra de mansa musa - mayday (uk)
- letra de ieri - simona gretchen