letra de dhushor bhabna - nemesis (bgd)
Loading...
কেটে যায় দিন তো কেটে যায়
ধূসর রং এর মতো মলিন হয়ে যে রয়
জানে না, কেউ তো আজ সে সব কথা
যা শুধু..তারই লেখা
তোমরা কি ভেবে দেখেছো ?
মনেরই দুয়ার খুলে
সাদা কালো স্বপ্ন গুলো..কেন ধূসরিত ?
নতুন দিনের কল্পনায় কেন আজ মোরা বিভোর ?
সময়ের মাঝে যেন আবদ্ধ
খুঁজে ফেরা তবু..পালাবার পথ গুলো ..
তবু যেন সব কিছু এগিয়ে যাওয়া সেথায় ..
যেথা হতে পথ গুলো শুধুই ভুলে চলা
তোমরা কি ভেবে দেখেছো
মনেরই দুয়ার খুলে
সাদা কালো স্বপ্ন গুলো..কেন ধূসরিত ?
নতুন দিনের কল্পনায় কেন আজ মোরা বিভোর ?
কেন আজ স্বপ্নগুলো শুধুই মিথ্যে হয়
কেন আজ মোরা পথহারা কেন যেথা হয়ে যায় ?
জানি না জানি না জানি না তো কিছু আজ
বুঝিনা আজ আমি কেন এ পথচলা
তবু এগিয়ে যাই অচেনা অজানার পথে
ভাবনাগুলো আজ কেন এলোমেলো হয়
সবই যেন আঁধার, সবই হারিয়ে যে যায়
কেন বলো আমায় শোনাও আমার সত্যের গান
letras aleatórias
- letra de du hesch ke - webba
- letra de here we go - digimon adventure (movie) - jason gochin
- letra de hiii wyd (new again demo) - kanye west
- letra de all good gifts - marty rhone & original sydney cast of godspell
- letra de diva - lil tib
- letra de quin(freestyle) - kid evil
- letra de dying on the inside - nessa barrett
- letra de kein ausweg - rowli
- letra de whirlpool of nothing - rhymes with lawyer
- letra de l'enfoiré - berti l'enfoiré