letra de bir - nemesis (bgd)
কোথায় আছ যে
এলাম তোমারি খোঁজে
সূর্যের আলোতে
আর নাহয় মেঘেরই ভেতরে
কোথায় আছ যে
পারবে কি আমায় জানাতে
মনের ভেতরে
পারবে মন নতুন বানাতে
কার কাছে এত প্রয়োজন
সব আশা ছেয়ে রাখাতে
যার সবি জুড়ে প্রয়োজন
কল্পনায় চেয়ে থাকাতে
দূর পথে ক্লান্তির মুখেতে
এই ভেবে অগ্রসর
নতুন স্বপ্ন কবে দেখা
মনে পরে না
আলোকিত হয়ে ওঠো
আছে সবাই আলোড়িত
জেগে ওঠার কথা বল
কিরণ মেলায় নেবে চল
কবে বলত
দেবে আমায় একটু আলো
অন্ধকারেতে
প্রশ্ন আমার হাজারো
কোন গোপন শব্দের আড়ালে
মৌনতা ভাঙবে সবার
কোন বাঁকের উৎসয় বেরোলে
ঠিক পথে ফিরব আবার
দূর পথে ক্লান্তির মুখেতে
এই ভেবে অগ্রসর
মনে লাগে রঙিন আলোয়
ভোরের শুভ্রতা
আলোকিত হয়ে ওঠো
আছে সবাই আলোড়িত
জেগে ওঠার কথা বল
কিরণ মেলায় নেবে চল
তোমারই কথায় চেয়ে দেখি
আমার হাতে রোদের খেলা ভাঙ্গে ঘুম
মনেরই ব্যাথায় খুঁজে থাকি
গভীরতায় লুকানো সব
কত রং, আর কত সুখ
আর কতবার এগিয়ে যাওয়া
কত গান কত সুখ…
আলোকিত হয়ে ওঠো
আছে সবাই আলোড়িত
জেগে ওঠার কথা বল
কিরণ মেলায় নেবে চল…
কোথায় আছ যে
কোথায় আছ যে
কোথায় আছ যে
কোথায় আছ যে
letras aleatórias
- letra de ferrari's the bentley's - ufo empire
- letra de i've tried everything - dat throwdest ghost
- letra de weatherman says (khuluma) - mashayabhuqe kamamba
- letra de daydream - jo&me
- letra de nós quase perdemos o subúrbio (alongada) - ̶k̶o̶l̶x̶
- letra de 03. let you go - unknwn
- letra de truth is - $ubjectz
- letra de espaço reservado - fim da aurora
- letra de radio aut - talco
- letra de the human hosepipe - harry and the potters