letra de bondhu namo pothe - nachiketa
Loading...
বন্ধু নামো পথে কথা হবে যেতে যেতে,,
কতো কথা ছিলো এ হৃদয়েতে,,
ভেষে গেছে বেদনার স্রতে,,
বন্ধু নামো পথে কথা হবে যেতে যেতে,,
এ পথে পেয়েছি যা হারিয়েছি বেসি তাই সুধু ভাটাই,,
যদি পায় ভাষা বাজবে আজ আসা কেটে যাবে এই ধোয়াসা,,
এটুকুই চাওয়া এজীবনেতে হে এটুকুই চাওয়া এজীবনেতে,,
বন্ধু নামো পথে কথা হবে যেতে যেতে,,
বহু পথ পেরলাম আমি একা একা,,
তোমার দু চখে হবে নীল আকাশ দেখা,,
হৃদয়ের হয় যদি দেয়া নেবার থেমে যাবে তবে অসনির হাওয়া,,
আমার এই পথে নেই যে কোন পাপ ভালোবাসা ছিলো সুধুই অভিসাব,,
আজ তোমার এই হাত আনবে নতুন প্রভাত,,
বাজবে হৃদয় আবার রবিন্দ্রনাথ,,
এবার এক সাথে চলা জয়োরথে,,
বন্ধু নামো পথে কথা হবে যেতে যেতে,,
কথা হবে যেতে যেতে,,
বন্ধু কথা হবে যেতে যেতে,,
letras aleatórias
- letra de c'est magnifique - sutton foster
- letra de back door slider - shing02
- letra de demons - kairuchimaru
- letra de le brocanteur - michel jonasz
- letra de please stand by - michael south
- letra de sorry - vj awax & mcbox
- letra de skyclad no kansokusha - itō kanako
- letra de piksla od kristala - babe (serbia)
- letra de boulder - henoheno
- letra de hallowed ground - jason robert brown