
letra de sheetromoni - murphy's paradox
Loading...
দূরগামী শীতরমণী
রাতটা জাগি এসো
ভালোবাসা নেই
রয়েছে তারা-খসা স্টেশন
তুষারিত শিশুসেনা
অতীতে ছড়ানো
জিততে তাকে
ক্ষতি থেকে ক্ষতিতে গড়ানো
তোমারই মতো সে চলে
জোনাকি জড়াতো
সোনালি শহরে তারও
শ্বাসেরা হারাতো
তবু কেনো তুমি চুপ
এমন এ দোরগোড়ায় দাঁড়িয়ে
আমি জানি তুমি চলে যাবে
কিছু না জানিয়ে
তবু কেনো তুমি চুপ
এমন এ দোরগোড়ায় দাঁড়িয়ে
আমি জানি তুমি চলে যাবে
কিছু না জানিয়ে
আমি জানি তুমি চলে যাবে
কিছু না জানিয়ে
letras aleatórias
- letra de moody woman - kingdow and aj lino
- letra de onetakeclip #14 - disarstar
- letra de i can't win (on a rainy day) - margarita helene
- letra de the mountains win again - unspoken tradition
- letra de do that dance (say uhh ohh) - baby dc
- letra de я тебя не помню (prod. by cullen, franwav) - kakdela da norm
- letra de natural - alcool club
- letra de awesomee - liben zon
- letra de mcgregor irish hooligan - mr. irish bastard
- letra de she moves me - kim carnie