letra de obortoman - mohomukti - the band
[verse 1]
এই স্বাধীনতা কী পরাজয় আমার
নিমিষেই শেষ হয় প্রাণ অবিরাম
আবার হাসিমুখে বাড়ি ফিরবো না
পড়বো না শেই লিখে রাখা কবিতা।
অন্তহীন মনের যত কথা ছিল
অধরা অসহায় সেই ভাবগুলো
দুর্বার আঁধারের এই অজানায়
বন্দী আমি
[chorus]
স্বাধীন তুমি বলছো কাকে
আলোয় গেলে সব হারাবে
শির নিচু না করলে
বৃথা তোমার মরণ হবে
[verse 2]
তুমি হাসলে আবার দিগন্তের লাল সূর্যের আলো হয়ে
রাঙিয়ে এসব দেয়াল যেখানে থাকবে চিরকাল চিহ্ন হয়ে।
ডাকি তোমায় অসীম অজানায়
তোমার ছায়ায় বাঁচিয়ে এই আহবান রেখো তুমি আমার ওপারে।
[verse 3]
আমার মনে ছিল যত-শত আশা
ত্রিভুবনে আঁকা আকাশে মেঘের ভেলা
আবার দূরদেশে আলো নিভে আধার
হয়ে সূর্যের অগোচরে করে খেলা।
আমি নেই তোমাদের মাঝে আর তবে
রাখা আহবান গুলো তোমার তরে
স্বাধীনতা রক্ষা করবে তুমি তোমার
করবে লড়াই
[chorus]
স্বাধীন তুমি বলছো কাকে
আলোয় গেলে সব হারাবে
শির নিচু না করলে
বৃথা তোমার মরণ হবে
[verse 4]
তুমি হাসলে আবার দিগন্তের লাল সূর্যের আলো হয়ে
রাঙিয়ে এসব দেয়াল যেখানে থাকবে চিরকাল চিহ্ন হয়ে।
ডাকি তোমায় অসীম অজানায়
তোমার ছায়ায় বাঁচিয়ে এই আহবান রেখো তুমি আমার ওপারে।
[verse 5]
তুমি অশ্রুভেজা মায়ের ক্রন্দন
তুমি হাজার বীরের বুকের স্পন্দন
তুমি আমার মতই ছিলে একজন
আজও তোমায় ভেবে কাঁদে আমার মন।
[chorus]
তুমি আমায় ছেড়ে বহুদুরে
এক মুঠো স্মৃতির আলো হয়ে
আজও বুকে আগুন জ্বলে সারাক্ষণ
করবো না আজও আমি কোন সমর্পণ।
[verse 6]
তুমি হাসলে আবার দিগন্তের লাল সূর্যের আলো হয়ে
রাঙিয়ে এসব দেয়াল যেখানে থাকবে চিরকাল চিহ্ন হয়ে।
ডাকি তোমায় অসীম অজানায়
তোমার ছায়ায় বাঁচিয়ে এই আহবান রেখো তুমি আমার ওপারে।
[verse 7]
তুমি অশ্রুভেজা মায়ের ক্রন্দন
তুমি হাজার বীরের বুকের স্পন্দন
তুমি আমার মতই ছিলে একজন
আজও তোমায় ভেবে কাঁদে আমার মন।
তুমি আমায় ছেড়ে বহুদুরে
এক মুঠো স্মৃতির আলো হয়ে
আজও বুকে আগুন জ্বলে সারাক্ষণ
করবো না আজও আমি কোন সমর্পণ।
letras aleatórias
- letra de wenn es kracht signorina - udo jürgens
- letra de bad mutha - rae
- letra de give it to me (reno remix) - sistar
- letra de to miasto nie śpi - kubańczyk
- letra de spunksling amateur - hypothetical vomit
- letra de loving arms - lewis watson
- letra de underground - ventura drive
- letra de uma boa - doce
- letra de burnin' desire - lizzy
- letra de ренегат (renegade) - offline (w0ffline)