letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de hajmola flow - mohidul tamim

Loading...

[verse 1]
আয় খোকা কাছে আয়। নতুন scene এর ধাপে আয়।
দেখাই কেডায় খাটে, কেডায় খাটায়, কেডায় খাইটা খায়।
কেডায় কারে মাইরা খায়, কেডায় কিতা সাইজা খায়।
fame এর বালতি খাছে পাইলে দিনে রাইতে চাইটা খায়।
industry নাই, কাকা। industry নাই।
এই rap scene এ টেকা পইসার scene-part ই নাই।
আরে হুন বেডা, ধোলাইখালের আকবরের ভাইগনা।
industry বানায়লাইলে হাত ধুইতে আইছ না।
গেছস তাইলে চইলা যা, আর পিছে ফিরা চাইস না।
এইটা মিস্কিনের পায়েস না তাই নাম মুখে লইছ না।
বইছ না লইয়া তোগো পাইন্সা গানের verse
যেইটা হুইনা নগদ বন্ধ হইয়া যায়গা কানের কাজ।
পাইবা মেজবানি স্বাদ, বাকি থাকবোনা ঝোল।
সবই হজম হইয়া যাইবো এইটা হাজমোলা ফ্লো।

[chorus]
এইডা হাজমোলা ফ্লো। সবই হজম হইয়া যাইবো এইডা হাজমোলা ফ্লো।
কিছু থাকবো না ব্রো। সবই হজম হইয়া যাইবো এইদা হাজমোলা ফ্লো। (x2)

[verse 2]
এইডা হাজমোলা ফ্লো, নগদ দিয়া দিমু ঠেক।
কথা টাক মাথা bro, huh, no cap
এইডা সাপ মারা zone. সাপ্তাহ ৭ দিনে শেষ।
আমার ঝাঁক দিলে ঠাপ তোগো থাকবোনা gang
আমার খান্দানি জিনিস-পাতি তোগো চোখে লাগে।
তোগো ফাও গাড়ি ঘোড়া তাও ভাও নাকি বাজে।
আবার অওকাদে নাইমা গেলে show লাগে নারে।
আমার খাতা কলম রাখি তোগো staring এর আগে।
like vroom. হাছা কথা চা-পানি খায় না।
ঘুষ দিলে ভুমিকম্পের কাপানি যায় না।
ফায়দা পাইয়া গেলে হাপানি যায় না।
আর তোগো পানি কইমা গেলে art money দায় না।
আরে থু! সুরা পইরা দিমু তোরে ফু।
পলাপাইনে চিনে না তো tamim who
এই scene-part এ কেডায় staying true
কেডায় ছলে বলে তলে তলে চালে move
কাকা বাটপারি ছাড়। এইডি সাইড চাইপা থো। সবই হজম হইয়া যাইবো এইডা হাজমোলা ফ্লো।
[chorus]
এইডা হাজমোলা ফ্লো। সবই হজম হইয়া যাইবো এইডা হাজমোলা ফ্লো।
কিছু থাকবো না ব্রো। সবই হজম হইয়া যাইবো এইদা হাজমোলা ফ্লো। (x2)

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...