letra de চিল্লা (chilla) - mohidul tamim
[intro]
চিৎকারে গলা ফেটে ফেটে যায় যদি, রক্ততে যদি ভেসে ভেসে যায় নদি
ভক্তরা জপ গিয়া ঈশ্বরের নাম আর শক্তরা ধর তোরা সাম্যেরই গান।
[chorus]
চিল্লা যদি বুক কাঁপে ধুম ধুম। আত্মার কথা মন দিয়া শুন শুন।
মাঝ রাতে জোনাকিরা করে গুন গুন। হয় যত ভয়, করে জয়, করো খুন খুন।
চিল্লা যদি বুক কাঁপে ধুম ধুম। আত্মার কথা মন দিয়া শুন শুন।
মাঝ রাতে জোনাকিরা করে গুন গুন। হয় যত ভয়, করে জয়, করো খুন খুন।
[verse]
হয় আতংক? মনে আশঙ্কা? জাগে যদি ভয়, আসন্ন কিছুর আভাষ টা পাবে বুঝি।
আষাঢ় টা গেলে তবে নারায আকাশে শুনি বজ্র-বৃষ্টি , শব্দ সব বাজাবে ধ্বনি।
রঙ টা গেলে যে হবে সন্ধ্যা। আধারে গুনি-ঘন্টা বাজালে দেখো দম টা ফুরাবে জানি।
শঙ্কা কিসের? তবে কর তোরা তাণ্ডব। পিশাচ কে ডেকে দেবো, এক সাথে গান ধর।
স্নান কর রক্ত তে রক্ত পিপাশু যারা। রাত ভর দর্পনে পেত্নি নাচাবো, দাড়া।
ত্রিভুবনে নাচবোনি থাকবে না হিংসা। বুক যদি কাঁপে তবে ঝাঁক বেঁধে চিল্লা।
[chorus]
চিল্লা যদি বুক কাঁপে ধুম ধুম। আত্মার কথা মন দিয়া শুন শুন।
মাঝ রাতে জোনাকিরা করে গুন গুন। হয় যত ভয়, করে জয়, করো খুন খুন।
চিল্লা যদি বুক কাঁপে ধুম ধুম। আত্মার কথা মন দিয়া শুন শুন।
মাঝ রাতে জোনাকিরা করে গুন গুন। হয় যত ভয়, করে জয়, করো খুন খুন।
[bridge]
চিৎকারে গলা ফেটে ফেটে যায় যদি, রক্ততে যদি ভেসে ভেসে যায় নদি
ভক্তরা জপ গিয়া ঈশ্বরের নাম আর শক্তরা ধর তোরা সাম্যেরই গান।
[chorus]
চিল্লা যদি বুক কাঁপে ধুম ধুম। আত্মার কথা মন দিয়া শুন শুন।
মাঝ রাতে জোনাকিরা করে গুন গুন। হয় যত ভয়, করে জয়, করো খুন খুন।
চিল্লা যদি বুক কাঁপে ধুম ধুম। আত্মার কথা মন দিয়া শুন শুন।
মাঝ রাতে জোনাকিরা করে গুন গুন। হয় যত ভয়, করে জয়, করো খুন খুন।
letras aleatórias
- letra de ungido - célia sakamoto
- letra de pobre corazón - compay segundo
- letra de é esse aí que é o homem - bezerra da silva
- letra de o lírio ressurgiu - som e louvor
- letra de o cachaço do schimitão - os 3 xirus
- letra de hino de alagoinha do piauí - hinos de cidades
- letra de novo coração - quarteto flg
- letra de falar de amor - edu ribeiro
- letra de antes do fim - aditive
- letra de canto à saudade - zezé di camargo