
letra de amar mon - mohammad sijan
Loading...
তোর ভাবনাই কিছু বাকি
স্বপ্নতে শুধু তোকে দেখি
দূর দুরুত্বে নজর তো রাখি
তোর শহরে আমি থাকি
আমার শহরে তোকে রাখি
কিভাবে আজ বিহীন তুই থাকি
আমার মন
চাই বলতে
কাছে এসে আবার চলে যাই
তুই ছুলে প্রাণ ভরে
থাকতে শুধুই চাই তোর ইশারাই
এ সাজানো ভুবন
তোকে নিয়ে গো জীবন
যদি ভুলে যাস আমার ঔ হাসি
তোকে নিয়ে পথ চলবো
মন খুলে তোকে বলবো
তোকে কতটা ভালো যে বাসি
দুজনের কত ছবি
তোর জন্য আজ হলাম কবি
জানি তুই শুধু আমার হবি
তোর মন খারাপে আমি থাকি
আর কিছু তো থাকিস রাখি
তখনও দিস না ফাকি
তোর ভাবনাই কিছু বাকি
স্বপ্নতে শুধু তোকে দেখি
দূর দুরুত্বে নজর তো রাখি
তোর শহরে আমি থাকি
আমার শহরে তোকে রাখি
কিভাবে আজ বিহীন তুই থাকি
আমার মন
চাই বলতে
কাছে এসে আবার চলে যাই
তুই ছুলে প্রাণ ভরে
থাকতে শুধুই চাই তোর ইশারাই
আমার মন
চাই বলতে
কাছে এসে আবার চলে যাই
letras aleatórias
- letra de dime tú - grupo triple l
- letra de face aux mouvements du cœur #1 - chevalrex
- letra de disspanzer 3 - mc çene
- letra de in piena forma - sensei
- letra de civics - rob apollo
- letra de instababe - le.panda (can)
- letra de inci - ilqar muradov
- letra de pain - page kennedy
- letra de en attendant le rsa - yatan gaki
- letra de parker macmillan iiii - the garages