
letra de bhul shomoy - modernotaku
Loading...
[pre-chorus]
তোকে নিয়ে রাত জাগা কথাগুলা
কিভাবে এড়িয়ে বেড়াবো
তোকে আমার মনের ভেতর বেঁধে রেখে দিয়ে
আমি কই যেতে পারি
তুই আমায় বল কিভাবে
[chorus]
তুই ছিলি ভুল সময় ভুল শহরে ভুল শহরে
তোকে কিভাবে আটকাবো আমার মন থেকে?
তুই ছিলি ভুল সময় ভুল শহরে ভুল শহরে
তোকে কিভাবে আটকাবো আমার মন থেকে?
[pre-chorus]
তোকে নিয়ে রাত জাগা
স্বপ্নের আড়ালে লুকিয়ে বেড়ানো
তোকে আমার মনের ঘর থেকে কিভাবে
লুকিয়ে রাখব এড়িয়ে বেড়াবো
তুই কি আমার সাথে যাবি?
[chorus]
তুই ছিলি ভুল সময় ভুল শহরে
তুই ছিলি ঠিক জায়গায় ভুল সময়ে ভুল শহরে
তোকে কিভাবে আটকাবো আমার মন থেকে?
[outro]
আমি ছিলাম ভুল সময় ভুল শহরে
আমি ভুল সময় ভুল শহর ভুল শহরে
আমি কিভাবে আটকাবো তোকে আমার মন থেকে?
letras aleatórias
- letra de backwards - cannons
- letra de it's ok to cry - surrendermacy
- letra de volver a caer - kode
- letra de kokila ben first world problems - yashraj mukhate
- letra de imaginary wedding (new pop sunday demo) - sponge
- letra de rise again - elaine
- letra de three figures - gridd
- letra de i got banned from heaven - sxmpra
- letra de human - mikha angelo
- letra de stray (feat. ceteropsin/zach weinstein) - cyrus & oz