letra de bristi hoye jabo - mizan
Loading...
তোমার জন্য অবুঝ কৈশোর
হাহাকার করে বুকে,
বেপরোয়া এক চেনা তরুণ,
অনুনয়ে পরে ঝুকে …
যৌবন হয়ে ফেরার কাঁধে
বিষন্নতার ভার …
আহা … আহা …
ঘড়ির কাটার সময় জুড়ে
তোমার কাছে হার …
আহা আহা …
তুমি বৃস্টি হয়ে যাও,
আমি ভিজবো তোমার মুসলধারে…
তুমি রাত্রি হয়ে যাও,
আমি মিশবো তোমার একা আঁধারে …
তুমি বৃস্টি হয়ে যাও…
তোমার সাথে আমার কথা তাই,
ধুম্র ধূসর ভাষায়,
হঠাৎ কখন, রুদ্র দিনে,
ভেতর জুড়ে, বর্ষা নামায় …
ভেজা সময়, আলোর সুরে,
নিস্তব্ধতার সংগ্রাম …
ভাষা দিয়ে, তোমায় ছোয়ার,
অবিরাম প্রণাম …
যৌবন হয়ে ফেরার কাঁধে
বিষন্নতার ভার …
আহা … আহা …
ঘড়ির কাটার সময় জুড়ে
তোমার কাছে হার …
আহা আহা …
তুমি বৃস্টি হয়ে যাও,
আমি ভিজবো তোমার মুসলধারে…
তুমি রাত্রি হয়ে যাও,
আমি মিশবো তোমার একা আঁধারে …
তুমি বৃস্টি হয়ে যাও…
][ সমাপ্ত ][
letras aleatórias
- letra de babylon - kontra k
- letra de wild heart - jt music
- letra de don't worry, be happy - kidz bop kids
- letra de new you (duet with pekka v. louhimo) - noora louhimo experience
- letra de moving out - dayglow
- letra de no kizzy - kingjohntalk
- letra de sirènes - khali
- letra de i surrender, dear (mono version) - aretha franklin
- letra de what can we do? - michael mantler
- letra de kalbimi kırdın - zeynep bastık