![letras.top](https://letras.top/files/logo.png)
letra de shopoth - minar rahman feat. sajid sarker
Loading...
সব যেন আছে আগেরই মতো,
lশুধু হারিয়ে গেছে দুজনের দুটো পথ ।
জানি না ভুলে গেছো কি তুমি,
আমি ভুলিনি সেদিনের নেয়া শপথ ।
তুমি ছিলে … আছো আজও,
তুমি থাকবে … এ মনে ।
খুব নীরবে জড়িয়ে ধরে,
বুকের ঘরে এক কোনে ।
জীবন হয়তো যাবে কেটে,
কান্না, হাসি নিয়মে অনিয়মে ।
তুমি রবে তোমারই মতো,
তোমার জন্য কথা জমা নীল খামে ।
তুমি ছিলে … আছো আজও,
তুমি থাকবে … এ মনে ।
খুব নীরবে জড়িয়ে ধরে,
বুকের ঘরে এক কোনে ।
যাও দৃষ্টির অগোচরে যতো,
জেনো তুমি হারাবে না ।
শত মানুষের ভিড়ে,
খুঁজবো তোমার ঠিকানা ।
জন্ম থেকে জন্মান্তরে,
স্মৃতি গুলো যাবে রয়ে ।
তুমি ছিলে … আছো আজও,
তুমি থাকবে … এ মনে ।
খুব নীরবে জড়িয়ে ধরে,
বুকের ঘরে এক কোনে ।
letras aleatórias
- letra de eternity ballgame - twain
- letra de on the horizon - best move
- letra de mộng bình thường thôi - phương uyên
- letra de sevgin olaydım - gülüstan əliyeva
- letra de double back - money man
- letra de нет, нет, нет (no, no, no) - григорий лепс (grigory leps)
- letra de thrifted suede coat - salvador peralta
- letra de brújula - ankhal
- letra de poison - flavless
- letra de british rapper vs american rapper - hood guy