letra de neela - miles
তোমার চোখে
চেয়ে দেখি আমি জীবনটাকে
ভালোবাসার স্মৃতিগুলো
তোমাকেই শুধু চায়
কিছু কথা
কিছু আশা নিয়ে জীবনটাতে
অনাবিল সব সুখের ছোঁয়ায়
তোমাকে কাছে চায়
ওই সুদূর নিলীমায়
মন হারিয়ে যেতে চায়
যেথায় সময় থেমে রয়
তোমারই আশায়
নিলা, তুমি কি চাও না হারাতে ওই নীলিমায়?
যেখানে দু’টি মন এক হয়ে ছবির মতো জেগে রয়
নিলা, তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা?
যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়
ফুলের মতো
সৌরভে ভরিয়ে দিয়ে
তোমায় আমি ভালোবেসে
আরও কাছে পেতে চাই
দুরন্ত প্রেম ঝর্না ধারারই মত
ছুটে চলে অবিরত
তোমার ঠিকানায়
ওই সুদূর নিলীমায়
মন হারিয়ে যেতে চায়
যেথায় সময় থেমে রয়
তোমারই আশায়
নিলা, তুমি কি চাও না হারাতে ওই নীলিমায়?
যেখানে দু’টি মন এক হয়ে ছবির মতো জেগে রয়
নিলা, তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা?
যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়
ওই সুদূর নিলীমায়
মন হারিয়ে যেতে চায়
যেথায় সময় থেমে রয়
তোমারই আশায়
নিলা, তুমি কি চাও না হারাতে ওই নীলিমায়?
যেখানে দু’টি মন এক হয়ে ছবির মতো জেগে রয়
নিলা, তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা?
যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়
নিলা, তুমি কি চাও না হারাতে ওই নীলিমায়?
যেখানে দু’টি মন এক হয়ে ছবির মতো জেগে রয়
নিলা, তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা?
যেখানে তোমার আমার প্রেম…
letras aleatórias
- letra de ghost rider - daniell & anton jesus
- letra de 16:58 - nang
- letra de left yøu in the past - the kid unknøwn
- letra de enzo - bexer big bastard & zaeg
- letra de virginia is for lovers - charity kiss
- letra de frozen ocean - jayden courts
- letra de günayım - flora kərimova
- letra de get loose - simply k
- letra de pluie d'acide - droogz brigade
- letra de 2007 - yungslayer