letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de thik thak - meghdol

Loading...

সব ঠিকঠাক যখন বলো
ওলট পালট হয়ে যায়
এলোমেলো সব হয়ে যায়

সব ঠিকঠাক…
সব ঠিকঠাক যখন বলো
ওলট পালট হয়ে যায়
এলোমেলো সব হয়ে যায়
সব ঠিকঠাক…

সব ঠিকঠাকের এই শহরে
উঁচু-নিচু আঁকা সব দেয়ালে
নাগরিক সব ফুল ফুটে থাক
সব ঠিকঠাক…

সব ঠিকঠাক যখন বল
ওলট পালট হয়ে যায়
এলোমেলো সব হয়ে যায়
সব ঠিকঠাক…

অকারণে বুঁদ হওয়া ভাবনায়
এলোমেলো যখন তখন
অকারণে বুঁদ হওয়া ভাবনায়
এলোমেলো যখন তখন
নগরের মতো যেন যানজট
মাথার ভেতর থেকে যায়
সব ঠিকঠাক…

সব ঠিকঠাক যখন বলো
ওলট পালট হয়ে যায়
এলোমেলো সব হয়ে যায়
ওলট পালট হয়ে যায়
সব ঠিকঠাক…

সব ঠিকঠাক…
সব ঠিকঠাক…
সব ঠিকঠাক…
সব ঠিকঠাক…

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...