
letra de muthophone - meghdol
করতলে ছিন্ন মেঘের স্বর
লোকাল বাসে বাড়ি ফেরা প্রিয় মুখ
হৃদয়ের কাছে ব্যর্থ মুঠোফোন
দিনরাত্রি গুনগুনগুন
হ্যালোজেন রোদ চিলতে বারান্দায়
টিকটিকি তাই বলছে ভবিষ্যৎ
হ্যালোজেন রোদ চিলতে বারান্দায়
টিকটিকি তাই বলছে ভবিষ্যৎ
তোমার আমার যৌথ ডানার আকাশ
তোমার আমার যৌথ ডানার আকাশ
আর কিছু অবিনাশী গান
হ্যালোজেন রোদ চিলতে বারান্দায়
টিকটিকি তাই বলছে ভবিষ্যৎ
হ্যালোজেন রোদ চিলতে বারান্দায়
টিকটিকি তাই বলছে ভবিষ্যৎ
পলিথিনে মোড়া আকাশ দিয়েছে ডুব
তোমরা রয়েছো যার যার জানালায়
পলিথিনে মোড়া আকাশ দিয়েছে ডুব
তোমরা রয়েছো যার যার জানালায়
তোমার আমার যৌথ শামুকবাস
আর কিছু অবিনাশী গান
হ্যালোজেন রোদ চিলতে বারান্দায়
টিকটিকি তাই বলছে ভবিষ্যৎ
হ্যালোজেন রোদ চিলতে বারান্দায়
টিকটিকি তাই বলছে ভবিষ্যৎ
হ্যালোজেন রোদ চিলতে বারান্দায়
টিকটিকি তাই বলছে ভবিষ্যৎ
হ্যালোজেন রোদ চিলতে বারান্দায়
টিকটিকি তাই বলছে ভবিষ্যৎ
letras aleatórias
- letra de r.social 1.20 - unbased creator
- letra de jason - luwop
- letra de unknown3* - 6arelyhuman
- letra de tanto - billie cartier
- letra de hero (acoustic) - music travel love
- letra de yara - jeff redd (tur)
- letra de pénz beszél - dopeman
- letra de скучный trap (boring trap) - yuanki
- letra de pure unsinful angel - mysta rias
- letra de live genetics - jakprogresso