letra de dokhino hawa - madhubanti bagchi & tahsan
শোনো গো দখিন হাওয়া
প্রেম করেছি আমি
লেগেছে চোখেতে নেশা
দিক ভুলেছি আমি
শোনো গো দখিন হাওয়া
প্রেম করেছি আমি
লেগেছে চোখেতে নেশা
দিক ভুলেছি আমি
শোনো গো
শোনো গো দখিন হাওয়া
প্রেম করেছি আমি
লেগেছে চোখেতে নেশা
দিক ভুলেছি আমি
শোনো গো
মনেতে লুকানো ছিল
সুপ্ত যে তিয়াসা
জাগিলো মধু লগনেতে
বাড়ালো পিয়াসা
মনেতে লুকানো ছিল
সুপ্ত যে কী আশা
জাগিলো মধু লগনেতে
বাড়ালো কী আশা
উতলা করেছে মোরে
আমারই ভালোবাসা
অনুরাগে প্রেম সলিলে
ডুব দিয়েছি আমি
শোনো গো মধুর হাওয়া
প্রেম করেছি আমি
শোনো গো দখিন হাওয়া
প্রেম করেছি আমি
যদি উত্তরে হাওয়া বয়ে যায়
জেনো আমি নেই।
জেনো আমি নেই।
শোন ঝরাপাতা দিন কয়ে যায়
কেন আমি নেই?
জেনো আমি নেই।
কেন আমি নেই?
জেনো আমি নেই।
কেন আমি নেই?
যদি অবেলায় ঘুঘু ডেকে যায়
জেনো আমি নেই।
দহনবেলাতে আমি
প্রেমেরও তাপসী
বরষাতে প্রেম ধারা
শরতেরও শশী
দহনবেলাতে আমি
প্রেমেরও তাপসী
বরষাতে প্রেম ধারা
শরতেরও শশী
রচিগো হেমন্তে মায়া
শীতেতে উদাসী
হয়েছি বসন্তে আমি
বাসনা বিলাসী
শোনো গো মদির হাওয়া
প্রেম করেছি আমি
লেগেছে চোখেতে নেশা
দিক ভুলেছি আমি
যদি উত্তরে হাওয়া বয়ে যায়
জেনো আমি নেই।
শোন ঝরাপাতা দিন কয়ে যায়
কেন আমি নেই?
শোনো গো দখিন হাওয়া
প্রেম করেছি আমি
লেগেছে চোখেতে নেশা
দিক ভুলেছি আমি
আমি নেই
আমি নেই।
letras aleatórias
- letra de el misterio de kosovo - tenemos explosivos
- letra de pinke pinke - flowinimmo
- letra de visceral disillusion - lillake
- letra de everything is - has-lo
- letra de jag är påväg - freda'
- letra de fumando um - terra preta
- letra de the fact is - jill scott
- letra de hvorfor (er jeg alltid nr. 2) - jokke med tourettes
- letra de given up - blood and water
- letra de one day - regurgitator