letra de ongikaar lyrics - akhtab khan
song name – ongikaar
singer & artist – akhtab khan
lyricist – nahidul islam chonjury
starts with humming
না রে, না না না না না না না…
verse
জোছনার আলোর মাঝে ছড়িয়ে আজ অন্ধকারে
কি যে শিহরণ জাগিয়ে ছিলে, তুমি আমায় দূরে ঠেলে
তবু আমি হাঠছি আজ ও আবার আমার মতো করে
সেই একলা পথের পথিক হয়ে।
chorus
তবু সেই তোমার অঙ্গীকার নামায় আমি আছি হয়তো
আজো তোমার হয়ে
ভুল করেও ভুলছি না তোমায়
হয়তো রব তোমায় ঘিরে।
verse 2
দূর আকাশের মাঝে আবার হারিয়ে যাওয়া
শূন্যতা ছিলো কি আমার পাওয়া?
মাঝে মাঝে সেই স্মৃতি আকড়ে রেখে আবারো ভুল করে
সেই তোমাকে চাওয়া
chorus
তবু সেই তোমার অঙ্গীকার নামায় আমি আছি হয়তো
আজো তোমার হয়ে
ভুল করেও ভুলছি না তোমায়
হয়তো রব তোমায় ঘিরে।
ends with verse
জোছনার আলোর মাঝে ছড়িয়ে আজ অন্ধকারে
কি যে শিহরণ জাগিয়ে ছিলে, তুমি আমায় দূরে ঠেলে
তবু আমি হাঠছি আজ ও আবার আমার মতো করে
সেই একলা পথের পথিক হয়ে।
letras aleatórias
- letra de epitaph - george kollias
- letra de sədd - para bein
- letra de небо ненавидит нас (the sky hate us) - liqbez
- letra de lo merezco - nissa & r climent
- letra de adrenalin - remix - gottz & mud
- letra de strangers in the night - arsun
- letra de one i trust - lil tailz
- letra de white noise - _a!tch
- letra de cuando te miro - oscarmadethis
- letra de msa - neotyró x