letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de verse to her - lucifer 369

Loading...

সে বলে জান ,আমি বলি ভালোবাসি!
সে বলে প্রাণ ,আমি বলি তোমার হাঁসি!
হাঁটতে চাই তার হাত ধরে পাশাপাশি
মানিব্যাগে মায়ের পাশে তার ছবি রাখি

ছুটে আসে রাই যতবার শ্যামের বাঁশি
ডাকে কাছে তাকে ফুলের পানে মৌমাছি
তারপর ঠোঁটে লেগে মধু শুধু
অন্ধকার গলিতে যেন কালাজাদু

(কালাজাদু হবে কালো কোনো রাতে
তারা বন্দী যেমন সুন্দরীর হাতে
মধুরাতে তাকে বধূ সাজে দেখে
মনের হাজার আশা দুষ্টুমি যে শেখে)x2
সে বলে জান ;আমি বলি ভালোবাসি
সে বলে প্রাণ ;আমি বলি তোমার হাঁসি
হাঁটতে চাই তার হাত ধরে পাশাপাশি
মানিব্যাগে মায়ের পাশে তার ছবি রাখি

ছুটে আসে রাই যতবার শ্যামের বাঁশি
ডাকে কাছে তাকে ফুলের পানে মৌমাছি
তারপর ঠোঁটে লেগে মধু শুধু
অন্ধকার গলিতে যেন কালাজাদু

সে বলে জান ;আমি বলি ভালোবাসি
সে বলে প্রাণ ;আমি বলি তোমার হাঁসি
হাঁটতে চাই তার হাত ধরে পাশাপাশি
মানিব্যাগে মায়ের পাশে তার ছবি রাখি

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...