letra de tomar khola haowa lagiye - lopamudra mitra
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
টুকরো করে কাছি
আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
সকাল আমার গেল মিছে
বিকেল যে রয় তারি পিছে গো
সকাল আমার গেল মিছে
বিকেল যে রয় তারি পিছে গো
রেখো না আর
বেঁধো না আর
কূলের কাছাকাছি
আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
মাঝির লাগি আছি জাগি
সকল রাত্রি বেলা
ঢেউগুলো যে আমায় নিয়ে
করে কেবল খেলা
মাঝির লাগি আছি জাগি
সকল রাত্রি বেলা
ঢেউগুলো যে আমায় নিয়ে
করে কেবল খেলা
ঝড়কে আমি করব মিতে
ডরব না তার ভ্রুকটিতে
ঝড়কে আমি করব মিতে
ডরব না তার ভ্রুকটিতে
দাও ছেড়ে দাও
ওগো, আমি তুফান পেলে বাঁচি
আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
টুকরো করে কাছি
আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
letras aleatórias
- letra de lethargum - sen na jawie - big vamous
- letra de sorry sorry - kittyteam
- letra de bushido brown - jah allah
- letra de respect - bondan prakoso
- letra de hooptie thru sutton - ryan skid
- letra de dopeamine - elijah blake
- letra de freestyle haya - patton politix
- letra de a better place - nadia khristean
- letra de silver line - churvin
- letra de excellent - studiosessie 248 - 101barz