
letra de tumi - level five
Loading...
[verse]
তুমি সামনে নেই
তাও তুমি ভাসো
মনের মাঝে লুকিয়ে
একটুখানি হাসো
স্বপ্নে আমার তোমার ছবি
চুপটি করে আসে
সকাল থেকে রাতের শেষে
থাকো আমার পাশে
[pre-chorus]
প্রতি রাতে আমাদের কথা বলা
তোমার সাথে হাজারো গল্প লেখা
আমাদের আঙুলে জোট বাঁধা
আমাদের ভালো লাগা
[chorus]
আলো জ্বলে, আলো জ্বলে
আমার মনে আমার মনে
তোমার ছবি চোখের সামনে এসে ভাসে
বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে
ঠোঁটের মাঝে গল্প জমে
তোমায় আমি খুঁজি সারাক্ষণ
এই আমার মন
এই আমার মন
এই আমার মন
[outro]
তুমি
letras aleatórias
- letra de weiter gas - dondega
- letra de upernalernera - vajgat orkesteri
- letra de coccole coccole voglio amare - sayf (ita)
- letra de tripolar - charles nkanga
- letra de tuuletar - havukruunu
- letra de in my mind - sophia bel
- letra de города [cities] - темпо (temposasha)
- letra de cigarette - oaf1
- letra de жги по-любому (burn it in any way) - mc 1.8
- letra de the game - the innocent (uk band)