
letra de shuvro probhat (accoustic) - level five
Loading...
[verse 1]
শুভ্র প্রভাত
হাঁটছি একা
স্মৃতির পথে
হারিয়ে একা
মৃদু বাতাসে
যেন করছে খেলা
[chorus]
স্মৃতির পাতায় যেনো
পড়ছে ধুলো, দেয়ালে রাখা
প্রাণহীন ছবিগুলো আলোর খেলা
স্মৃতির পাতায় যেনো
পড়ছে ধুলো, দেয়ালে রাখা
প্রাণহীন ছবিগুলো
[verse 2]
এবার এলো সূর্য উদয়ের পালা
মুচকি হাসি, একটু বাঁকা
ফুরিয়ে এলো স্বপ্নের পাতা
বাকি আর একটি পাতা
[chorus]
স্মৃতির পাতায় যেনো
পড়ছে ধুলো, দেয়ালে রাখা
প্রাণহীন ছবিগুলো
স্মৃতির পাতায় যেনো
পড়ছে ধুলো, দেয়ালে রাখা
প্রাণহীন ছবিগুলো
letras aleatórias
- letra de california - heckspoiler
- letra de ela é toda sua - perrela
- letra de セレナーデ (serenade) - uru
- letra de etapas - kevin mendoza
- letra de quiet men - nik nova
- letra de obsolete bliss - till light ceases
- letra de creek - philip brooks
- letra de капкарагат (kapkaragat) - бегиш (begish) & bakr
- letra de tout est noir - naeko
- letra de mboka - eliabu de king