
letra de room no. 17 - level five
[pre-chorus]
না নেই, সেখানে যাকে খুজেছিলে তুমি বুধবারে
না নেই, সেখানে যাকে দেখেছিলে মঙ্গলবারে
না নেই, সেখানে যাকে খুজেছিলে তুমি বুধবারে
না নেই, সেখানে যাকে দেখেছিলে মঙ্গলবারে
[chorus]
দেখেছিলে হয়তো তাকে, ভুলও হতে পারে
খুঁজে দেখতে পারো তাকে রুম নম্বর সতেরোতে
মোবাইলে মিলছে না আর ফোনও ধরছে না আর
এক কথা আর ভালো লাগছে না
দেখেছিলে হয়তো তাকে, ভুলও হতে পারে
খুঁজে দেখতে পারো তাকে রুম নম্বর সতেরোতে
[verse]
তুমি আবার দেখো ভালো করে
সামনের হলের ডানে গিয়ে বামের অনুসন্ধানে
মিলছে না, মিলছে না আর দুইয়ে দুইয়ে মিলছে না আর
মিলছে না, মিলছে না আর দুইয়ে দুইয়ে মিলছে না আর
মিলছে না, মিলছে না না আর ছবির মিলছে না আর
মিলছে না মিলছে না না আর দুইয়ে দুইয়ে মিলছে না আর
[chorus]
দেখেছিলে হয়তো তাকে, ভুলও হতে পারে
খুঁজে দেখতে পারো তাকে রুম নম্বর সতেরোতে
দেখেছিলে হয়তো তাকে, ভুলও হতে পারে
খুঁজে দেখতে পারো তাকে রুম নম্বর সতেরোতে
[post-chorus]
না নেই, সেখানে যাকে খুজেছিলে তুমি বুধবারে
না নেই, সেখানে যাকে দেখেছিলে মঙ্গলবারে
না নেই
letras aleatórias
- letra de california - saint paris baby
- letra de çatapat* - organize
- letra de eifo kol habachurim - איפה כל הבחורים - zehava ben - זהבה בן
- letra de the soft pack — mexico - the soft pack
- letra de valentine - måneskin
- letra de take me back into the night - luca aria
- letra de nie lękaj się - john mojo
- letra de привет (hello) - acidrxin!
- letra de big leagues - little ricky zr3
- letra de alma - enygma rapper