
letra de gholate megh - level five
Loading...
[verse 1]
ঘোলাটে মেঘ, কাঁচের গ্লাস
শীতের সকাল, শালিকের ডাক
মুখে হাসি, চোখে জল
রাতের গান কে শোনাবে বল?
[chorus]
সারাটা দেশে আঁধারের রং
আমি যে দেখি রঙিন শ্রাবণ
সারাটা দেশে আঁধারের রং
আমি যে দেখি রঙিন শ্রাবণ
[verse 2]
তোমার ছবি একটু হাসে
চায়ের কাপে আমার সকালটা ভাসে
তোমার ছবি একটু হাসে
চায়ের কাপে সকালটা ভাসে
[pre-chorus]
বৃষ্টি নামলে পাতা ভেজা
সূর্য উঠলে সবই ফাঁকা
বৃষ্টি নামলে পাতা ভেজা
সূর্য উঠলে সবই ফাঁকা
তোমার-আমার ছোট্ট গল্প
কবিতাতে একটু অল্প
তোমার-আমার ছোট্ট গল্প
কবিতাতে একটু অল্প
[chorus]
সারাটা দেশে আঁধারের রং
আমি যে দেখি রঙিন শ্রাবণ
বৃষ্টি নামলে পাতা ভেজা
সূর্য উঠলে সবই ফাঁকা
letras aleatórias
- letra de finale (bedknobs and broomsticks) - richard m. sherman & robert b. sherman
- letra de close to me - freshman 15
- letra de ターミナル - やなぎなぎ
- letra de confessions of a polytheist - countess
- letra de orja - og ulla-maija
- letra de chosen by the gods - countess
- letra de goodnight at daylight - freshman 15
- letra de the jellyfish song (music box version) - kleonlumi
- letra de don’t i look like the kind of guy you used to hate - del amitri
- letra de mi stamatas 2015 - thanos petrelis