letra de আমি চাইনি এ অনুভুতি - left atrium
Loading...
তবে জানি এ নয় সময়
তবু শুধু হয় অকারন ভয়।
যদি সে হারায়
ফেলে রেখে আমায় অপূর্ণতায়।
তাই যদি হয়
হয়তো হারাতে পারবো না আর
মনে ধরে এ অজানা ভার।
মনে শুধু সংশয়
তবু তোমায় ভেবে যাই
ধরতে চায় সে আলো
আবছা আশায়।
আমি চাইনি এ অনুভুতি
যার শেষ অপূর্ণতায়।
চেয়েছি শুধু পৌঁছাতে
নতুন এ পথের সীমানায়।
তবু কেনো আমার ই স্বপ্নের রঙ হারিয়ে যায়
ধুসর হতে ধুসরে সব হারায় হতাশায়।
আমি ধরে রাখতে চাই না এ স্বপ্ন মনে
যা দেবে শুধু আমায় ব্যর্থ অনুভুতি।
ভেবে নেবো এ ছিলো এক ভুল পথের দিশা
যার শেষে খুজে পেয়েছি শুধুই হতাশা।
letras aleatórias
- letra de swordfish - nic d & connor price
- letra de jahmal & vibe (interlude by аффект соло) - jahmal tgk & vibetgk
- letra de el cristo de palacagüina - elsa baeza
- letra de once upon a tries - mandi sagal
- letra de rock angelz - bixwhat
- letra de cross that line - the cowsills
- letra de graveyard of feelings - summer source
- letra de nadie es normal - ribo
- letra de on top - đông nhi
- letra de hardstyle - azyata