letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de hathat bhishon bhalo - lata mangeshkar

Loading...

হঠাৎ ভীষণ ভালো লাগছে
হঠাৎ ভীষণ ভালো লাগছে
মনে হয় উড়ে যাই দূর দূর

যেথা সুনীল আকাশ মোরে ডাকছে
হঠাৎ ভীষণ ভালো লাগছে
মনে হয় উড়ে যাই দূর দূর
যেথা সুনীল আকাশ মোরে ডাকছে
হঠাৎ ভীষণ ভালো লাগছে।।

অন্তরে ঝলকে, ঝলকে, পুলকে
কি যে আগুন
কি যে ঋতু তা জানিনা
ফুলেরা ফুটেছে কিনা আজ ফাগুন
অন্তরে ঝলকে, ঝলকে, পুলকে
কি যে আগুন
কি যে ঋতু তা জানিনা
ফুলেরা ফুটেছে কিনা আজ ফাগুন
হোক বা না হোক উৎসব ঝুলনের
দোলা লাগে অঙ্গে দোদুল দোলনের
হোক বা না হোক উৎসব ঝুলনের
দোলা লাগে অঙ্গে দোদুল দোলনের
নিজেরই রঙে মন আজ রাঙছে
হঠাৎ ভীষণ ভালো লাগছে
মনে হয় উড়ে যাই দূর দূর
যেথা সুনীল আকাশ মোরে ডাকছে

হঠাৎ ভীষণ ভালো লাগছে।।

সূর্যের তোরনে তরণে চলো না
দিই গো হানা
জমা যত আঁখি জল
হোক না সে উজল হাসনুহানা
সূর্যের তোরনে তরণে চলো না
দিই গো হানা
জমা যত আঁখি জল
হোক না সে উজল হাসনুহানা
মুক্তির পাখা মেলে যাই দুজনা
বন্ধনে বাঁধা পরে যাই দুজনা
মুক্তির পাখা মেলে যাই দুজনা
বন্ধনে বাঁধা পরে যাই দুজনা
বাধন সুধা মুক্তি মাংচে
হঠাৎ ভীষণ ভালো লাগছে
মনে হয় উড়ে যাই দূর দূর
যেথা সুনীল আকাশ মোরে ডাকছে
হঠাৎ ভীষণ ভালো লাগছে
মনে হয় উড়ে যাই দূর দূর
যেথা সুনীল আকাশ মোরে ডাকছে
হঠাৎ ভীষণ ভালো লাগছে।।

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...