letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de ekta bod haowa - lalon band

Loading...

পাখি কখন জানি উড়ে যায়
পাখি কখন জানি উড়ে যায়
একটা বদ হাওয়া লেগে খাঁচায়
পাখি কখন জানি উড়ে যায়
পাখি কখন জানি উড়ে যায়

খাঁচার আড়া পড়লো ধসে
পাখি আর দাঁড়াবে কিসে?
খাঁচার আড়া পড়লো ধসে
পাখি আর দাঁড়াবে কিসে?

সেই ভাবনা ভাবছি বসে
চমক-জ্বরা বইছে গায়
পাখির চমক জ্বরা বইছে গায়

পাখি কখন জানি উড়ে যায়
পাখি কখন জানি উড়ে যায়

ভেবে অন্ত নাহি দেখি
কার বা খাঁচায়, কে বা পাখি
ভেবে অন্ত নাহি দেখি
কার বা খাঁচা, কে বা পাখি
আমার এই আঙিনায় থাকে
আমারে মজাইতে চায়
পাখি আমারে মজাইতে চায়
পাখি কখন জানি উড়ে যায়
পাখি কখন জানি উড়ে যায়

আগে যদি যেত জানা
জংলা কভু পোষ মানে না
আগে যদি যেত জানা
জংলা কভু পোষ মানে না

উহার সনে প্রেম করতাম না
উহার সনে প্রেম করতাম না
লালন ফকির কেঁদে কয়
আহা লালন ফকির কেঁদে কয়

পাখি কখন জানি উড়ে যায়
পাখি কখন জানি উড়ে যায়

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...