letra de vandemataram - kunal ganjawala
Loading...
kunal ganjawala, jeet gannguli & pamela jain vandemataram
চোখে কেন জল মা তোমার
চোখে কেন জল
চোখে কেন জল মা তোমার
চোখে কেন জল
জানি গড়বো আবার সোনার বাংলা
আমরা নয় দুর্বল
চোখে কেন জল মা তোমার
চোখে কেন জল
চোখে কেন জল মা তোমার
চোখে কেন জল
বীর শহীদের দেখা স্বপ্ন
ব্যর্থ হবেনা কোনদিন
খেটে খাওয়া মানুষের ঘামে
আসবে সেই স্বপ্নের দিন
সুজলা সুফলা এই মাটি আমাদের মা
মানুষের অধিকার তাই কেড়ে নিতে দেবো না
মুছে দেবো জল মা তোমার
মুছবো চোখের জল
চোখে কেন জল মা তোমার
চোখে কেন জল
(..) লড়বো লড়াই
তাই নেমেছি পথে
এক জাতি এক (..) মানে
এগিয়ে যাবো একসাথে
ধরণী জননী তুমি আমি ভুলে যাবো না
একতার হবে জয়
শোনো আমরা হেরে যাবো না
মুছে দেবো জল মা তোমার
মুছবো চোখের জল
চোখে কেন জল মা তোমার
চোখে কেন জল
letras aleatórias
- letra de places - natalie red
- letra de se voglio salvarmi la vita - vienna (ita)
- letra de a worthless prayer - withpaperwings
- letra de 3108 (young adisz diss) - mlody korden
- letra de my heart covered in lilac - this is the glasshouse
- letra de space time of love - erri
- letra de bluey - indigoisalreadytaken
- letra de кожны крок (every step) - lear (by)
- letra de ancient cold - wolfheart
- letra de punto y aparte - ximena soto