letra de ektara bajaiyo - kumar bishwajit
শিরোনামঃ একতারা বাজাইও না
গায়কঃ কুমার বিশ্বজিৎ
তোমরা একতারা বাজাইয়ো না
দোতারা বাজাইয়ো না
একতারা বাজাইয়ো না
ঢাক-ঢোল বাজাইয়ো না
গীটার আর বংগ বাজাও রে
ও তোমরা গীটার আর বংগ বাজাও রে
একতারা বাজাইলে মনে পড়ে যায়
আমার একতারা বাজাইলে মনে পইড়া যায়
একদিন বাঙ্গালী ছিলাম রে…
একদিন বাঙ্গালী ছিলাম রে…
আলতা পড়িও না, তোমরা শাড়ি পড়িও না
আলতা পড়িও না, শাড়ি পড়িও না
প্যান্ট আর ম্যাক্সি পড়রে
তোমরা প্যান্ট আর ম্যাক্সি পড়রে
আলতা শাড়ি পড়িলে মনে পইড়া যায়,
আমার আলতা শাড়ি পড়িলে মনে পইড়া যায়
একদিন বাঙ্গালী ছিলাম রে…
একদিন বাঙ্গালী ছিলাম রে…
সুপ্ত রাঁধিও না, তোমরা পায়েস রাঁধিও না
সুপ্ত রাঁধিও না, পায়েস রাঁধিও না
মোগলাই আর চাইনিজ রাঁধরে
ও তোমরা চাইনিজ আর মোগলাই রাঁধরে
সুপ্ত পায়েস রাঁধিলে মনে পইড়া যায়,
আমার সুপ্ত পায়েস রাঁধিলে মনে পইড়া যায়
একদিন বাঙ্গালী ছিলাম রে…
একদিন বাঙ্গালী ছিলাম রে…
জারি গাইও না, বাউল গাইও না
তোমরা কীর্তনী গাইও না, বাউল গাইও না
ডিস্কো আর রকই গাও রে
তোমরা ডিস্কো আর রকই গাও রে
কীর্তন বাউল গাইলে মনে পইড়া যায়
আমার কীর্তন বাউল গাইলে মনে পইড়া যায়
একদিন বাঙ্গালী ছিলাম রে…
(full lyrics only on musixmatch. enjoy)
letras aleatórias
- letra de oatmilk - chelsea peretti
- letra de just do nothing for a couple of minutes - broox
- letra de душа (soul) - наталья ветлицкая (natalia vetlitskaya)
- letra de the come up - reek & sage
- letra de perfect - cast of zoey’s extraordinary playlist
- letra de walk on - nic cester
- letra de el paso - miss garrison
- letra de to hell with you - screeching weasel
- letra de 현실창조 (feat. 윌리엄 챌린지) - timefever
- letra de pain - kwezi modo