
letra de bondhu tomar - krishnokoli islam
Loading...
বন্ধু তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে
বন্ধু তোমার কপাল জুড়ে চিন্তালোকের ছায়া,
বন্ধু তোমার নাকের ভাঁজে চিন্তা নামের কায়া।
বন্ধু আমার মন ভাল নেই, তোমার কি মন ভাল?
বন্ধু তুমি একটু হেসো, একটু কথা বলো।
বন্ধু আমার বন্ধু তুমি বন্ধু মোরা কজন,
তবুও বন্ধু মন হলো না আপন।
বন্ধু আমার বুকের মাঝে বিসর্জনের ব্যথা,
বন্ধু তুমি ওমন করে করে যেও না একা,
বন্ধু এসো স্বপ্ন আকি চারটা দেয়াল জুড়ে,
বন্ধু এসো আকাশ দেখি পুরোটা চোখ খুলে
বন্ধু এসো জলে ভাসি বুক ভাসানোর সুখে।
বন্ধু আমার বন্ধু তুমি বন্ধু মোরা কজন,
তবুও বন্ধু ভাসি নাকো, আকি নাকো স্বপন।
letras aleatórias
- letra de tigham rooye raget - hichkas
- letra de ashq na ho - arijit singh
- letra de beautiful illusion - scotty apex
- letra de souvenir - heuss l'enfoiré
- letra de more than good - alteropera, kestrina
- letra de rich - sevenr
- letra de aube - vanjohnson (fra)
- letra de holdin on - gonzo312
- letra de happy endings - courting
- letra de licorice - daisybones